প্রাক্তন প্রেমিকাকে জব্দ করতে মারণ ফাঁদ! পার্সেল পাঠিয়ে জোড়া খুন ভাদোলিতে

Published : May 04, 2024, 09:14 AM ISTUpdated : May 04, 2024, 09:15 AM IST
Murder

সংক্ষিপ্ত

পার্সেল খুলতেই বিস্ফোরণ! গুজরাটের ভাদোলিতে একসঙ্গে প্রাণ গেল বাবা-মেয়ের

গুজরাটের ভাদোলিতে চাঞ্চল্যকর ঘটনা! বোমা পাঠিয়ে প্রাক্তন প্রেমীকার স্বামী ও মেয়ে খুন । ২ মে জিতুভাই প্যাটেল নামের এক যুবকের বাড়িতে একটি পার্সেল ডেলিভারি হয়। সেই পার্সেলটা খোলা মাত্রই ভয়ানক বোমা বিস্ফোরণ হয় এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জিতুর এবং বিস্ফোরণে গুরুতর আহত হয় তাঁর ১২ বছরের মেয়ে ভুমিকা। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভূমিকারও মৃত্যু হয়।

এই বিস্ফোরণের সময় বাড়িতে ছিলেন না জিতুর স্ত্রী। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে জয়ন্তভাই বালুসিং নামের এক যুবক টেপ রেকর্ডারের মতো একটা জিনিস পার্সেল করে পাঠান। এই যন্ত্রটি প্লাগে দিতেই তার থেকে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে।

একটি অটো করে পার্সেলটি পাঠানো হয়েছিল। পরে সিসিটিভি ফুটেজ থেকে অটো চালককে পাকড়াও করে পুলিশ। পরে তার বয়ানের ভিত্তিতে অভিযুক্ত জয়ন্তভাইকে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্ত জয়ন্তভাই, প্রয়াত জিতুভাইয়ের স্ত্রীয়ের প্রাক্তন প্রেমিক। কিন্তু পরে জিতুভাই তার প্রেমিকাকে বিয়ে করে নেন বলে আক্রশ মেটাতেই এই ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের