ছেলে বৌদ্ধ মহিলাকে নিয়ে পালিয়েছে, পদ হারিয়ে সন্তানের কৃতকর্মের ফল ভোগ করছেন বাবা

Published : Aug 17, 2023, 11:19 PM IST
MARRIAGE

সংক্ষিপ্ত

বিজেপি একটি বিবৃতিতে বলেছে, যে পলাতক দুই জন লাদাখের সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের কাছে অগ্রহণযোগ্য। কারণ এটি অঞ্চলের মানুষ মধ্যে সাম্প্রজায়িক সম্প্রতি ও ঐক্যকে বিপন্ন করে। 

আজবকাণ্ড লাদাখে। ছেলের কৃতকর্মের ফল ভোগ করতে হচ্ছে ৭৪ বছরের বছরের বৃদ্ধ বাবাকে। কারণ সম্প্রতি তাঁর ছেলে এক বৌদ্ধ মহিলাকে সঙ্গে নিয়ে পালিয়ে গিয়েছে। আর সেই কারণে ৭৪ বছরের লাদাখ বিজেপির রাজ্য সহ-সভাপতিকে তাঁর দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানান হয়েছে, বিজেপির লাদাখ ইউনিট তার সিনিয়র নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কারণ তাঁর ছেলে একট জন বৌদ্ধ মেয়ের সঙ্গে পালিয়ে গেছে। এটি একটি সংবেদনশীল ইস্যু। তাই গোটা বিষয়টি স্পষ্ট করার সুযোগ দেওয়া হয়েছে ।

বুধবার বিজেপির কার্যনির্বাহী বৈঠকের পর লাদাখ বিজেপি প্রধান ফুনচোক স্ট্যানজিন বহিষ্কারের আদেশ জারি করেন। বিজেপি একটি বিবৃতিতে বলেছে, যে পলাতক দুই জন লাদাখের সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের কাছে অগ্রহণযোগ্য। কারণ এটি অঞ্চলের মানুষ মধ্যে সাম্প্রজায়িক সম্প্রতি ও ঐক্যকে বিপন্ন করে।

এক মাসেরও আগে এই দম্পতি বিয়ে করেছিলেন। তারপর থেকে তাদের কোনও সন্ধান পাওয়া যাবে না। বহিষ্কৃত বিজেপি বলেছেন তাঁর পরিবারেরও তাঁর ছেলে আর বৌদ্ধ মহিলার সম্পর্ক মেনে নিতে চায়নি। বিয়েও অনুমোদন করেনি। কিন্তু গত এক মাস ধরে ছেলে আর বৌদ্ধ মহিলা কোথায় রয়েছে তা নিয়ে পরিবারের কারও কোনও ধারনা নেই। পদ হারানো প্রবীণ বিজেপি নেতা জানিয়েছেন, তিনি হজ যাত্রা উপলক্ষ্যে সৌদিতে ছিলেন। সেই সময়ই তাঁর ছেলে ও মহিলা আদালতে বিয়ে করেছেন।

বৃদ্ধ আরও জানিয়েছেন, তাঁর ছেলের বয়স ৩৯ বছর। মহিলার বয়স ৩৫। তিনি অনুমান করেন তাঁরা দুজনে ২০১১ সালে বিয়ে করেছিলেন। গত মাসে আইনি বিয়ে করেছে তারা। বলেছেন বহিষ্কৃত বিজেপি নেতা। তিনি আরও বলেছেন, আগেই দল তাঁকে পদত্যাগ করতে বলেছিল। কিন্তু তিনি তা করেননি। ছেলের কোনও সন্ধান দিতে না পারায় তাঁকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেছেন, ছেলের ভিন ধর্মে বিয়ে করার জন্য তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। পুরো পরিবারকেই দোষী করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ছেলে আর ছেলের বৌকে খুঁজতে শ্রীনগর-সহ একাধিক এলাকায় খোঁজ করেছেন। কিন্তু কোনও সন্ধান তিনি পাননি।

PREV
click me!

Recommended Stories

৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo
IndiGo বিমান পরিষেবা বিভ্রাট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, কী বলল শীর্ষ আদালত