মহিলার খোলা পিঠে উঠে এল চন্দ্রযান ২, ৩৭০ ধারা, ভাইরাল ছবি

Published : Sep 29, 2019, 03:31 PM IST
মহিলার খোলা পিঠে উঠে এল চন্দ্রযান ২, ৩৭০ ধারা, ভাইরাল ছবি

সংক্ষিপ্ত

নবরাত্রিতে অন্যরকম সাজে সেজে উঠছেন মহিলারা সুরাটে ট্য়াটুর ধুম পড়েছে বলাই যায় চন্দ্রযান ২ থেকে ৩৭০ ধারা, ট্য়াটুতে স্থান পাচ্ছে বিভিন্ন বিষয় জল-রঙে ধরা পড়ছে নিত্য নতুন ট্যাটু

উৎসবের মরসুম, তাই বিভিন্ন জনের কাছে এর প্রস্তুতিও বিভিন্নরকম। কেউ সিলেবাস ঝালিয়ে নেওয়ার মতো দেখে নিচ্ছে নিজের কেনাকাটা বাকি থেকে গেল কিনা, আবার কারও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর নবরাত্রি উপলক্ষ্যে কয়েক জন মহিলা ঠিক কী করলেন তা দেখলে চমকে যাবেন আপনিও। আস্ত চন্দ্রযান ২ এবং ৩৭০ ধারাকেই তুলে আনলেন তাঁরা তাদের পিঠে। 

অবাক হচ্ছেন? কিন্তু এমনটাই ঘটেছে সুরাটে। একাধিক মহিলা শরীরে ট্য়াটু করাচ্ছেন, আর সেই ট্যাটুর বিষয়ে স্থান পেয়েছে চন্দ্রযান ২ এবং ৩৭০ ধারা। ব্যাকলেস ব্লাউজ, আর তারই মাঝে মহিলাদের খোলাপিঠে শিল্পী মহাকাশ থেকে ফিরিয়ে এনেছেন চন্দ্রযান ২-কে। 

গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ উপহার, ১,০০০ ফুটের গ্রিটিং কার্ড তৈরি করে তাক লাগালো পড়ুয়ারা

আবার অন্যদিকে আরও এক ট্যাটুতে দেখা যায়, এক ব্যক্তির মাথায় হেলমেট পরিয়ে দিচ্ছে পুলিশ, আর সঙ্গে লেখা আছে, ফলো ট্রাফিক রুলস। এভাবেই বিভিন্ন ট্য়াটুতে সেজে উঠছে সুরাটে মহিলাদের শরীর।

এক কথায় বলাই যায়, আলপনা বা সংকেত নয়, ট্যাটুতে এই ধরণের সামাজিক বার্তা তুলে ধরা এক অভিনব এবং অন্যরকম প্রয়াস যা প্রত্যেকের নজর কাড়বেই। 

PREV
click me!

Recommended Stories

Vande Mataram: জানেন বন্দে মাতরমের কোন একটি শব্দ, যা নিয়ে স্বাধীনতার এত বছর পরেও শেষ হয়নি বিতর্ক!
প্রধানমন্ত্রী মোদীর প্রথম জর্ডান সফর 'ঐতিহাসিক', বললেন ভারতীয় দূত