সংক্ষিপ্ত
- আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তী
- সেই উপলক্ষ্যে ৬০ পড়ুয়া তৈরি করল একটি গ্রিটিং কার্ড
- ১০০০ ফুটের এই কার্ডে রয়েছে সামাজিক বার্তা
- এই কার্ডের ডিজিটাল ভার্সন পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীকেও
আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ফিরোজাবাদের ৬০ জন পড়ুয়া এক অন্যরকম নজির গড়ল। তৈরি করে ফেলল হাজার ফুট লম্বা গ্রিটিং কার্ড। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদনে তাদের এই প্রয়াসের কথা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই খবর।
জানা গিয়েছে, ফিরোজাবাদের ওই পড়ুয়ারা হাজার ফুটের ওই গ্রিটিং কার্ড তৈরি করেছে, যেখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন রকমের সামাজিক বার্তা। প্রায় ১০ দিন ধরে তারা এই কার্ডটি তৈরি করেছে। তাদের দাবি এটাই বিশ্বের দীর্ঘতম কার্ড।
মানালিতে শুরু হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং, প্রায় ১০,৫০০ ফুট উচ্চতায়
এখানেই শেষ নয়। এই কার্ডের ডিজিটাল ভার্সনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পাঠিয়েছে তারা।
এই প্রজেক্টের পক্ষ থেকে প্রবীণ আগরওয়াল জানান, গান্ধীজি যে পথ আমাদের দেখিয়েছেন, সেই পথ অনুসরণ করে ভারত বিশ্বের সবদিক থেকে এগিয়ে যাক এটাই তাদেরও চাহিদা। প্রবীণ জানান, তাদের এই গ্রিটিং কার্ড বিশ্বে সবথেকে বড়।