রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ৭০ হাজার কোটি দেওয়া হবে বলে জানালেন অর্থমন্ত্রী

Indrani Mukherjee |  
Published : Jul 05, 2019, 01:26 PM ISTUpdated : Jul 05, 2019, 01:41 PM IST
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ৭০ হাজার কোটি দেওয়া হবে বলে জানালেন অর্থমন্ত্রী

সংক্ষিপ্ত

চার লক্ষ কোটি টাকার অনাদায়ি ঋণ আদায় করতে সক্ষম হয়েছে সরকার আর্থিকক্ষেত্রে সুষ্ঠু পরিকাঠামো নির্মাণ করাই এখন লক্ষ্য এর জন্য আগামী পাঁচ বছরে ১০০ লক্ষ টাকা খরচ করবে সরকার পুরো ব্যাঙ্কিং পরিষেবার সংস্কার করা হবে

লোকসভায় বাজেট পাঠ করে শোনালেন দেশের প্রথম পূর্ণসময়ের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। চিরাচরিত প্রথা ভেঙে ব্রিফকেসের বদলে লাল ফোলিও ব্যাগে করে বাজেটের নথি বহন করলেন তিনি। নরেন্দ্র মোদী জানিয়েছেন, ২০২৪-'২৫ সালের মধ্যে দেশের অর্থনীতির যে বহর তাকে তিনি ৫ লক্ষ কোটি ডলারে নিয়ে যাবেন। সেই লক্ষ্যে পৌঁছোতে কতখানি সফল হবেন নির্মলা এখন সেদিকেই চোখ সকলের।

বাজেটের শুরুতেই চাণক্য নীতি পাঠ করলেন নির্মলা। বাজেটের শুরু থেকেই মোদী সরকারের একের পর এক সংস্কারমুলক কাজের ব্যাখ্যা দিয়ে চলেছেন নির্মলা।বাজেটে একাধিক বিষয়ে আলোকপাত করলেন নির্মলা সীতারামণ।  এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে পুনরায় উজ্জীবিত করতে, ৭০ হাজাক কোটি টাকা অর্থ সাহায্য করবে কেন্দ্র বলে জানান অর্থমন্ত্রী।

আকাশ থাকুক নীল, ধরিত্রী মা থাকুক সবুজ- কৃষিক্ষেত্রে বড় বিনিয়োগের ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী

শহুরে ভারতের জন্যও বাজেট বরাদ্দ করলেন অর্থমন্ত্রী, উঠে এল স্বচ্ছ ভারতের প্রসঙ্গও

তিনি ঘোষণা করেন, চার লক্ষ কোটি টাকার অনাদায়ি ঋণ আদায় করতে সক্ষম হয়েছে ভারত সরকার। তিনি আরও বলেন, আর্থিকক্ষেত্রে সুষ্ঠু পরিকাঠামো নির্মাণ করার জন্য আগামী পাঁচ বছরে ১০০ লক্ষ টাকা খরচ করবে কেন্দ্রীয় সরকার। যত তাড়াতাড়ি সম্ভব পুরো ব্যাঙ্কিং পরিষেবার সংস্কার করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী।

PREV
click me!

Recommended Stories

জয়শঙ্করের সামরিক বাহিনী নিয়ে মন্তব্যে ক্ষুদ্ধ পাকিস্তান, ভারতের বিরুদ্ধে বিবৃতি ইসলামাবাদের
Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র