নিজের মানিব্যাগে রোজ কত টাকা নিয়ে বের হন মুকেশ অম্বানি? শুনলে রীতিমত চমকে যাবেন!

বিশ্বের তাবড় ধনকুবেরদের তিনি টেক্কা দেন সম্পত্তির নিরিখে। তাঁর প্রাসাদপম বাড়ি থেকে বিলাসবহুল গাড়ি-সব কিছুতেই থাকে চমক। সেই মুকেশ অম্বানি নিজে কত টাকা নিয়ে ঘোরেন? এ কিন্তু এক রহস্য। কোটিপতি মুকেশের পকেটে রোজ কত টাকা থাকে তা শুনলে রীতিমত চমকে যাবেন।

Parna Sengupta | Published : Jul 6, 2023 2:34 PM IST
110

সর্বশেষ হিসেব বলছে রিলায়েন্স অধিপতি মুকেশ অম্বানির সম্পত্তি ২ বিলিয়ন ডলারের বেশি বেড়েছে। ফলস্বরূপ আম্বানির মোট সম্পত্তি ৯০ বিলিয়ন ডলার পেরিয়ে গিয়েছে।

210

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স মোতাবেক, গত ২৪ ঘণ্টায় এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে ২.৩৫ বিলিয়ন ডলার বা প্রায় ১৯ হাজার কোটি টাকারও বেশি। মূল সম্পত্তিতে এই বৃদ্ধির পর আম্বানির সম্পত্তি এখন বেড়ে হয়েছে ৯০.৬ বিলিয়ন ডলার। যার অর্থ হল শীর্ষ ১০ বিলিয়নেয়ারের তালিকা থেকে সামান্যই দূরে রয়েছেন মুকেশ আম্বানি।

310

মুকেশ আম্বানি বর্তমানে বিপুল পরিমাণে সম্পত্তি নিয়ে এশিয়ার মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছেন। কিন্তু গোটা বিশ্বের ধনী তালিকার নিরিখে তিনি রয়েছেন ১৩ নম্বর স্থানে। প্রথম ১০ ধনী ব্যক্তির তালিকায় আসতে আম্বানিকে পার করতে হবে মাত্র তিন ধনকুবেরকে।

410

এ হেন রাঘব বোয়াল শিল্পপতির রোজকার জীবনযাত্রা চোখ কপালে তোলার মতই। শুধু তিনি নন, তাঁর পরিবারের প্রত্যেকেই স্বাভাবিকভাবেই বিলাসবহুল জীবনে অভ্যস্ত।

510

কিন্তু বাড়ি থেকে বের হলে মুকেশ অম্বানি নিজে কত টাকা নিয়ে বের হন। এ খবর কত জন জানেন। আমরা ভাবি এত ধনী ব্যক্তি নিশ্চয়ই লক্ষ লক্ষ টাকা সঙ্গে রাখেন। কিন্তু তা কি আদৌ ঠিক?

610

সাধারণ মানুষ রাস্তায় বের হলে কয়েকশো বা কয়েক হাজার টাকা নিয়ে বের হন। অথবা সঙ্গে থাকে ডেবিট ক্রেডিট কার্ড। কিন্তু মুকেশ অম্বানির টাকা রাখার গল্প শুনলে চমকে যাবেন।

710

এক সম্মেলনে নিজেই একবার এই রহস্য তুলে ধরেছিলেন মুকেশ অম্বানি। উপস্থিত শ্রোতাদের জানিয়ে দিয়েছিলেন যে বাইরে বের হলে কত টাকা নিয়ে তিনি যান। তাঁর কথা শুনে বেশ চমকে গিয়েছিলেন উপস্থিত সকলেই।

810

মুকেশ সবার সামনে যা বলেছিলেন, তা চমকে দেওয়ার মত যেমন, তেমনই বিশ্বাস করাও কঠিন। তবে টাকা সম্পর্কে তার অন্যরকম মূল্যবোধ রয়েছে। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি মনে করেন টাকা হল পুঁজি, যা তাঁর কোম্পানিকে ঝুঁকির হাত থেকে রক্ষা করে।

910

মুকেশ অম্বানি বলেছিলেন এই তথ্য খুব কম মানুষই জানেন, যে তিনি কোনও টাকা পয়সা নিয়ে বের হন না। ভারতের ধনকুবের মুকেশ আম্বানি কয়েক বিলিয়ন ডলারের মালিক হলেও, তাঁর পকেটে আসলে ফুটো পয়সাও থাকে না। তাঁর কাছে নগদ টাকা তেমন কোনো ব্যাপারই না।

1010

তিনি একবার বলেছিলেন ‘সেই ছোটবেলা থেকেই আমি পকেটে কোনো অর্থ রাখি না, এখনো রাখি না। আমার কোনো ক্রেডিট কার্ড নেই। আমার আশপাশে সব সময় সহযোগীরা থাকেন। তাঁরাই বিল পরিশোধ করেন। এভাবেই আমার কাজ চলে যায়।’

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos