মধ্যপ্রদেশে অন্য মেজাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আম বাগানে কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে

মধ্যেপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি শাহদোল জেলার লালপুরে সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনের সূচনা করেন। তারপরই যান পাকারিয়া গ্রামে।

 

Saborni Mitra | Published : Jul 1, 2023 3:45 PM IST / Updated: Jul 01 2023, 09:40 PM IST
19
মধ্যপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মধ্যেপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শাহদোল জেলার লালপুরে সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনের সূচনা করেন।

29
পাকারিয়া গ্রামে প্রধানমন্ত্রী

পাকারিয়া গ্রামে যান প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এটি মূলত অদিবাসী অধ্যুষিত এলাকা।

39
আম বাগানে মোদী

স্থানীয় একটি আম বাগানে রীতিমত ঘরোয়া মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রীকে। স্থানীয়দের সঙ্গে খোস মেজাজেই গল্প করেন তিনি। তাদের কথা শোনেন।

49
খাট পঞ্চায়েত

স্থানীয়রা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী তৌপালে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের নিয়ে খাট পঞ্চায়েত করেছেন। তিনি কথা বলেন স্থানীয় ফুটবল খেলোয়াড়দের সঙ্গেও।

59
ফুটবল হাতে মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফুটবল খেলেন স্থানীয় ক্ষুদে ফুটবলারদের সঙ্গে।

69
কথা বলেন মোদী

পাকারিয়া গ্রামে উপজাতীয় গোষ্ঠীর নেতা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং অন্যান্যদের সাথে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী মোদী।

79
অভিনব উদ্যোগ

প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাতে আদিবাসী গোষ্ঠীও তাদের ঐতিহ্যবাহী নৃত্য সঙ্গীত পরিবেশন করে। মোদীও রীতিমত স্বাচ্ছন্দ্য বোধ করেন।

89
বড় অনুষ্ঠান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাহদল থেকেই দেশব্যাসী সিকল সেল অ্যানিমিয়া দূরীকরণ মিশনের উদ্বোধন করেন। উপভোক্তাদের হাতে সিকল সেল জেনেরিক স্টেটাস কার্ডও তুলে দেন।

99
মিশনের লক্ষ্য

মিশনের লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে দেশ থেকে সিকল সেল রোগ সম্পূর্ণ নির্মূল করা । এদিন যার সূচনা করেন মোদী।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos