দিল্লির CBI দফতরে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৬ ইঞ্জিন

 

  • দিল্লির সিবিআই দফতরে ভয়াবহ আগুন 
  • খবর পেতে ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন 
  • আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা 
  • এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি 

 

Asianet News Bangla | Published : Jul 8, 2021 8:27 AM IST


দিল্লির সিবিআই দফতরে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার দিল্লির সিবিআই দফতরে ভয়াবহ আগুন লাগে। জানা গিয়েছে, প্রথমে পার্কিং লটে আগুন লাগে। তারপরেই মুহূর্তে ভয়াবহ আকার ধারণ করে আগুন ছড়িয়ে পড়ে।  খবর পেতে ঘটনাস্থলে পৌছয় দমকলের ৬ টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা।

আরও পড়ুন, 'রিসাইকেলিং হয়েই থাকে', বাংলার ৪ কেন্দ্রীয় মন্ত্রী হবার পর কাকে সান্ত্বনা দিলেন দিলীপ ঘোষ


জানা গিয়েছে, ১১ টা ১২ নাগাদ পার্কিং লট থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপরেই মুহূর্তে সিবিআই-র সদর দফতরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেতে ঘটনাস্থলে প্রথমে পৌছয় দমকলের ৫ টি ইঞ্জিন। পরে আরও একটি ইঞ্জিন আসে। এরপরেই যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। দিল্লির সিবিআই দফতর যেহেতু কাঁচের তৈরি বিল্ডিং, তাই গ্লাস ভেঙে আগুন বাইরের দিকে বার করার চেষ্টা  চলছে। তাহলেই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। প্রাথমিকভাবে সিবিআই দফতরের অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যের আগুন নেভানোর চেষ্টা চলছে।

আরও পড়ুন, 'তুমি আর আমি লেখা আছি তারায় তারায়', শোভেন জন্মদিনে শুভেচ্ছা জানালেন বৈশাখী

তবে এখনও পর্যন্ত দিল্লির সিবিআই দফতরে আগুন লাগার কারণ বা উৎস স্থল জানা যায়নি। তবে সিবিআই দফতরে আগুন লাগার পরেই কর্মীদের বের করে আনা হয়। জানা গিয়েছে, বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। অগ্নিকাণ্ডে এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি।
 
 

Share this article
click me!