মেট্রো বিকেসি মেট্রো স্টেশনে আগুন, পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রী পরিষেবা

Published : Nov 15, 2024, 05:12 PM IST
Mumbai's first underground metro

সংক্ষিপ্ত

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুর ১টা ১০ মিনিটে আগুন লাগে। ৪০-৫০ ফুট কাঠের সামগ্রী রাখা ছিল।

মুম্বই মেট্রোতে আগুন। মেট্রো রেল কর্পোরেশনে লিমিটেডে শুক্রবার কোটাক বান্দ্রা-কুরলা কমপ্লেক্স মেট্রো স্টেশনে অস্থায়ীভাবে স্টেশনের বেসমেন্টে আগুন লাগে। যার কারণে ব্যহত হয়েছে যাত্রী পরিষেবা। মুম্বই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিগেডকে তলব করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কারণেই যাত্রী পরিষেবা পুরোপুরি স্তব্ধ করে দেওয়া হয়েছে। এক আধিকারিক জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। যাপ কারণে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

 

 

মেট্রো কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানিয়েছে, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আটটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। বিকেসি স্টেশনের যাত্রী পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এন্ট্রি ও এক্সটি পুরোপুরি বন্ধ। স্টেশনে ধোঁয়ায় ঢাকা পড়েছে। ফায়ার ব্রিগেড কাজ করছে। যাত্রীদের নিরাপত্তার জন্য আমরা পরিষেবা বন্ধ করে দিয়েছে । MMRC এবং DMRC-এর সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন৷ বিকল্প বোর্ডিংয়ের জন্য অনুগ্রহ করে বান্দ্রা কলোনি স্টেশনে যান।'

 

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুর ১টা ১০ মিনিটে আগুন লাগে। ৪০-৫০ ফুট কাঠের সামগ্রী রাখা ছিল। যার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে আড়াইটে নাগাদ আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে। তবে এখনও ঘটনাস্থলে আধিকরিকরা রয়েছে। BKC মেট্রো স্টেশনটি মুম্বাইয়ের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো বা আরে কলোনি এবং বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের মধ্যে অ্যাকোয়া লাইনের একটি অংশ। আরে করোনি ও বিকেসি মেট্রো রুট ১২.৬৯ কিলোমিটার প্রসারিত। মুম্বইয়ের ব্যস্ততম রুট এটি। আরে ও বিকেসি স্ট্রেচটিতে ১০টি স্টেশন রয়েছে। এটি ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ ও ২ এবং মারোলনাকা স্টেশনের ঘাটকোপার-আন্ধেরি-ভারসোভা মেট্রো লাইন ১ এর সঙ্গে যুক্ত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

এই শীতে কাবাব-তন্দুরে বড় নিষেধাজ্ঞা, খোলা জায়গায় পোড়ালেই গুণতে হবে ৫০০০ টাকা জরিমানা
'আপনার টাকা আপনার অধিকার' কর্মসূচির সঙ্গে যুক্ত হলেন প্রধানমন্ত্রী মোদী, জানুন কী এই কর্মসূচি