Viral News: নজরে ১৫০০ কেজি ওজনের দৈত্যাকার মহিষ! দাম শুনলে কিন্তু চমকে যাবেন

Published : Nov 15, 2024, 02:22 PM IST
Haryana buffalo weight 1500 kg price 23 crore rupee bsm

সংক্ষিপ্ত

মহিষটি শুকনো ফল খায়। পাষাপাশি উচ্চ- ক্যালরিযুক্ত খাবার ও রয়েছে। মহিষের মেনুতে রয়েছে ২৫০ গ্রাম বাদাম, ৩০টি কলা, ৪ কেজি ডালিম, ৫ কেটি দুধ আর ২০টি ডিম 

একটি মাত্র মহিষ, ওজন ১৫০০ কেজি। ভারতের কৃষি মেলায় এই মহিষই আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। মহিষের দাম উঠেছিল ২৩ কোটি টাকা। মহিষের সম্পর্কে আরও একটি অবাক করা তথ্য সামনে এসেছে। কারণ এই মহিষটি দিনে ২০টি করে ডিম খায়। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল এই দৈত্যাকার মহিষ। তবে এই মহিষ সম্পর্কে আরও একাধিক অবাক করা তথ্য সামনে এসেছে।

দৈত্যকার মহিষটির জন্য দৈনিক ১৫০০ টাকা খরচ হয়। কারণ এই মহিষটি শুকনো ফল খায়। পাষাপাশি উচ্চ- ক্যালরিযুক্ত খাবার ও রয়েছে। মহিষের মেনুতে রয়েছে ২৫০ গ্রাম বাদাম, ৩০টি কলা, ৪ কেজি ডালিম, ৫ কেটি দুধ আর ২০টি ডিম। এই মহিষ তেলের পিঠে, সবুজ পশুখাদ্য, ঘি, সোয়াবিন ও ভূট্টাও দেদার খায়। মহিষটিতে মালিক ডাকে আনমোল নামে।

তবে এই মহিষের জন্য বিশেষ রূপচর্চাও ব্যবস্থা করেছে মালিক। দিনে দুইবার স্নান করান হয় মহিষটিকে। বামদ তেল বা সরিষার তেল মাখিয়ে স্নান করান হয়। মহিষকে চকচকে রাখতেই এই কাজ করেন মালিক। মালিক জানিয়েছে, আনমোলের প্রচুর যত্ন নেওয়া হয়। তবে এটির মা ও বোনকেই এই মেলায় বিক্রি করা হয়েছে। আনমোলের মাও কিন্তু পশুমেলায় একটা সময় যথেষ্ট চর্চায় ছিল। কারণ সেটি দিনে ২৫ লিটার দুধ দিত।

মালিক জানিয়েছে, আনমোলকে ২৩ কোটি টাকায় বিক্রি করার প্রস্তাব দেওয়া হয়েছে। আনমোলের মালিক গিল জানিয়েছেন তিনি এটিকে নিজের পরিবারের সদস্য হিসেবেই দেখেন। তাই ২৩ কোটি টাকার দাম পেয়েও বিক্রি করতে রাজি নয়। মহিষটিকে তিনি হাতছাড়া করতে চান না। তবে এই মহিষ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে  সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মহিষের তারিফ করেছে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র