নির্বাচনের আগে ফের অশান্ত জম্মু-কাশ্মীর! সেনাঘাঁটিতে হামলা, আহত এক জওয়ান

নির্বাচনের আগেই ফের অশান্ত জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir)। প্রায় দশ বছর পর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে উপত্যকা।

নির্বাচনের আগেই ফের অশান্ত জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir)। প্রায় দশ বছর পর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে উপত্যকা।

আর তারই মাঝে জঙ্গি হামলায় ফের রক্তাক্ত হল জম্মু-কাশ্মীর। সোমবার, সকালে জঙ্গি হামলার ঘটনা ঘটে জম্মুর সুঞ্জওয়ান সেনা ঘাঁটিতে। অতর্কিতে এই হামলায় আহত হয়েছেন এক সেনা জওয়ানও।

Latest Videos

এদিকে হামলার পরেই, রেড অ্যালার্ট মোডে চলে আসে সেনা। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে শুরু তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

জানা যাচ্ছে, সোমবার সকাল ১০.৫০ মিনিট নাগাদ জম্মুর সুঞ্জওয়ানে ৩৬-ব্রিগেড পরিচালিত সেনাঘাঁটির সামনে হঠাৎই গুলির আওয়াজ শোনা যায়। সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে ওঠেন জওয়ানরা। পাল্টা হামলা শুরু হতেই এলাকা ছেড়ে পালায় জঙ্গিদের সেই দলটি।

অন্যদিকে, এই হামলায় এক জওয়ানও আহত হয়েছেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি সেনা ঘাঁটির কাছে কার্যত, যান চলাচল বন্ধ করে দিয়ে এলাকাজুড়ে চলছে তল্লাশি অভিযান।

নির্বাচনের প্রাক্কালে এহেন এক জঙ্গি হামলায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপত্যকায়।

গত কয়েকমাস যাবৎ লাগামছাড়া আকার নিয়েছে হিংসার ঘটনা। শোনা যাচ্ছে, জম্মু-কাশ্মীরে বড় কোনও হামলার পরিকল্পনা করছে পাকিস্তানের আইএসআই। এমনকি, জম্মুর বিভিন্ন জায়গায় একাধিক জঙ্গি গা ঢাকা দিয়েছে বলেই গোয়েন্দাদের তরফ থেকে দাবি করা হয়েছে।

তাই মাঝে মাঝেই অতর্কিতে সেনার উপর হামলা চালাচ্ছে তারা। গত কয়েকমাসে উপত্যকার নানা প্রান্তে জঙ্গি হামলার ঘটনায় শহিদ হয়েছেন বহু জওয়ান। সেইসঙ্গে, পাল্টা হামলায় জঙ্গি মৃত্যুর তালিকাও নেহাৎ কম নয়। গত বৃহস্পতিবার, উপত্যকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৩ জন জঙ্গিকে খতম করে নিরাপত্তা বাহিনী।

সেইসঙ্গে, রুখে দেওয়া যায় অনুপ্রবেশের চেষ্টাও। তবে নির্বাচনের আগে এই ধরনের হামলা চিন্তায় রাখছে প্রশাসনকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Rashifal Bangla : সোমবার কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল | Bangla News
লাভবান হওয়ার লোভ দেখিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা! তারপর যা হলো | Bidhannagar News | Kolkata News
Firhad Hakim ও Siddiqullah Chowdhury-র আসল মতলব ফাঁস করলেন Suvendu Adhikari! দেখুন
Suvendu Adhikari Live : রামনগরের মঞ্চে ঝাঁঝাল ভাষণ শুভেন্দুর! দেখুন সরাসরি | Asianet News Bangla
‘Mamata Banerjee-কে ২৬-এ চব্বিশ হাজারে হারাবো’ Suvendu Adhikari-র সরাসরি চ্যালেঞ্জ মমতাকে, দেখুন