দেরদুনগামী শতাব্দী এক্সপ্রেসের এসি কোচে আগুন, মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হল বগি

দেরাদুনগামী শতাব্দী এক্সপ্রেসে আগুন

আগুন ধরল ট্রেনের একটি এসি কোচে

কেউ হতাহত হননি বলেই জানা গিয়েছে

কীকরে লাগল আগুন

amartya lahiri | Published : Mar 13, 2021 11:59 AM IST

শনিবার দেরাদুনগামী শতাব্দী এক্সপ্রেসের একটি বগিতে আগুন ধরে যায়। তবে এই ঘচনায় কেউ হতাহতে হননি বলেই স্থানীয় পুলিশ সূত্রে জানানো হয়েছে।
উত্তরাখণ্ডের পুলিশ প্রধান অশোক কুমার বলেছেন, ঘটনাটি ঘটে কাসরো রেলস্টেশন ছাড়ার কিছু পরেই।

দিল্লি থেকে দেরাদুন যাচ্ছিল ট্রেনটি। বগিতে আগুন লাগার পর দ্রুত ওই কামড়া থেকে সমস্ত যাত্রীদের নামিয়ে আনা হয়। তারপর মূল ট্রেন থেকে ওই বগিটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। খবর দেওয়া হয় দমকল বিভাগে। তাঁরাই এসএআগুনকে নিয়ন্ত্রণে আনেন।

নয়াদিল্লিতে রেল মন্ত্রকের কর্মকর্তারা জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণেই শতাব্দী এক্সপ্রেসের সি ৫ কোচে আগুন লেগেছিল।  কোচে মোট ৩৫ জন যাত্রী ছিলেন। তাঁদের ট্রেনের অন্যান্য কোচগুলিতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে রেলের তরফ থেকে। ওই বগিটি রেখেই ট্রেনটি দেরাদুনের উদ্দেশ্যে রওনা দেয়। শেষ পর্যন্ত ট্রেনটি নিরাপদেই দেরাদুনে পৌঁছেছে বলে জানিয়েছেন
উত্তরাখণ্ডের ডিজিপি।

Share this article
click me!