ছত্তিশগড়ে বড় সাফল্য বিএসএফ ও এটিএস-এর, যৌথ অভিযানে কাঙ্করে ৫ মাওবাদী নিহত

ছত্তিশগড়ের কাঙ্করে বিএসএফ এবং এটিএস-এর যৌথ বাহিনীর অভিযানে পাঁচ মাওবাদী নিহত হয়েছে।

বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। ছত্তিশগড়ের কাঙ্করে বিএসএফ এবং এটিএস-এর যৌথ বাহিনীর অভিযানে পাঁচ মাওবাদী নিহত হয়েছে।

ছত্তিশগড়ে পাঁচ মাওবাদীকে বিএসএফ এবং এটিএস-এর যৌথ বাহিনী নিহত করেছে বলে জানা গেছে। ছত্তিশগড়ের কাঙ্করে এই ঘটনা ঘটেছে। এসপি ইন্দিরা কল্যাণ এলেসেলাই এই তথ্য নিশ্চিত করেছেন। সংঘর্ষে দুই জওয়ান আহত হয়েছেন। তাদের রায়পুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা সন্তোষজনক বলে জানা গেছে। নিহত পাঁচ মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সংঘর্ষস্থল থেকে এখনও পর্যন্ত স্পষ্ট তথ্য পাওয়া যায়নি এবং সংঘর্ষ চলছে বলে এসপি জানিয়েছেন। নিহত মাওবাদীর সংখ্যা বাড়তে পারে বলেও তিনি জানান।

Latest Videos

এদিকে সংবাদ সংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরে প্রায় ২৩০ জনেরও বেশি মাওবাদীর মৃত্যু হয়েছে। গ্রেফতার করা হয়েছে প্রায় ৮১২ জনকে। অপরদিকে আত্মসমর্পণ করেছেন মোট ৭২৩ জন মাওবাদী। সেই প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট ৩৮টি জেলায় এখনও সক্রিয় আছে মাওবাদীরা। যদিও সরকারি এক আধিকারিক সূত্রে জানা গেছে, গত ২০১০ সালের তুলনায় ২০২৩ সালে হিংসা ৭২ শতাংশ কমেছে। মৃত্যুও কমেছে প্রায় ৮৬ শতাংশ। 

প্রসঙ্গত, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাও-হিংসা নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। গত মাসেই স্বরাষ্ট্র মন্ত্রক থেকে মাওবাদী অধ্যুষিত অঞ্চলগুলির প্রশাসনকে আরও উন্নয়নমূলক কাজকর্ম চালানোর বার্তা দেওয়া হয়েছে। আর এবার ছত্তিশগড়ের কাঙ্করে বিএসএফ এবং এটিএস-এর যৌথ বাহিনীর অভিযানে পাঁচ মাওবাদী নিহত হল।
 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia