ভুলে যাবেন ১০০০-২০০০ টাকার ভাতা! এই প্রকল্পে মিলবে ১০,০০০ টাকা! শুধু মহিলাদের জন্য ধামাকা স্কিম রাজ্যের

Published : Nov 27, 2024, 02:46 PM IST

মহিলাদের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী চালু করেছে। এবার আর ১০০০ বা ২০০০ টাকা নয়, একেবারে ১০ হাজার টাকা দেবে রাজ্য সরকার!

PREV
114

ভুলে যাবেন ১০০০-২০০০ টাকার ভাতা! এই প্রকল্পে মিলবে ১০,০০০ টাকা! শুধু মহিলাদের জন্য ধামাকা স্কিম রাজ্যের

214

মহিলাদের জন্য রয়েছে একাধিক প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী চালু করেছে।

314

এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণির মহিলাদের মাসিক ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের মাসিক ১২০০ টাকা করে দেয় সরকার।

414

কিন্তু এবার আর ১০০০ বা ২০০০ টাকা নয়, একেবারে ১০ হাজার টাকা দেবে রাজ্য সরকার!

514

তাই আজ লক্ষ্মীর ভাণ্ডার নয়, বরং অন্য আরেকটি প্রকল্প নিয়ে আলোচনা করা হবে। জানা যাচ্ছে, সেই স্কিমে মহিলাদের ১০,০০০ টাকা দেওয়া হবে।

614

মহিলাদের জন্য ধামাকা স্কিম রাজ্য সরকারের! রিপোর্ট বলছে, ২১ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন

714

এক্ষেত্রে বলে রাখা ভালো, এই প্রকল্পের নাম রাখা হয়েছে সুভদ্রা যোজনা (Subhadra Yojana)। মুখ্যমন্ত্রী খোদ রাজ্যের মহিলাদের জন্য এই স্কিম শুরু করেছেন।

814

জানা যাচ্ছে, এই প্রকল্পে বার্ষিক দু’টি কিস্তির মাধ্যমে উপভোক্তাদের ১০,০০০ টাকা দেওয়া হয়।

914

শুধু তাই নয়! এই স্কিমে নাম লেখানো মহিলারা সদ্য প্রথম কিস্তির ৫০০০ টাকা পেয়েছেন বলে খবর।

1014

রিপোর্ট বলছে, ইতিমধ্যেই সুভদ্রা যোজনার তৃতীয় ধাপের কাজ শুরু হয়ে গিয়েছে।

1114

উল্লেখ্য, এই প্রকল্পে (Government Scheme) আবেদন করতে গেলে আবেদনকারী মহিলাকে অবশ্য বেশ কিছু শর্ত মানতে হয়।

1214

শুধুমাত্র ওডিশার স্থায়ী বাসিন্দারাই সুভদ্রা যোজনার জন্য আবেদন করতে পারেন।

1314

আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় ২.৫ লক্ষের মধ্যে হতে হয়। সেই সঙ্গেই পরিবারে কোনও সরকারি চাকরিজীবী থাকলে প্রকল্পের সুবিধা মেলে না।

1414

রাজ্যের এই প্রকল্পে (Government Scheme) আবেদনকারীর নির্দিষ্ট বয়সসীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, আবেদনকারী মহিলার বয়স ১ জুলাই ২০২৪ তারিখে ২১ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া জানা যাচ্ছে, একটি বাড়ি থেকে কেবলমাত্র একজন মহিলাই এই স্কিমের জন্য আবেদন করতে পারেন।

click me!

Recommended Stories