আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীও, মহারাষ্ট্রে করোনা মামলা ছাড়িয়ে গেল ৫০০০০-এর মাইলফলক

Published : May 25, 2020, 12:09 AM IST
আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীও, মহারাষ্ট্রে করোনা মামলা ছাড়িয়ে গেল ৫০০০০-এর মাইলফলক

সংক্ষিপ্ত

করোনা আক্রান্ত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ইতিবাচক ধরা পড়লেন অশোক চভন তিনি বর্তচমান মন্ত্রীসভার পিডব্লুডি মন্ত্রীও বটে মহারাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫০,০০০ ছাড়াল

মহারাষ্ট্রের আগাড়ি মন্ত্রিসভার পিডব্লুডি মন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চভন-ও পড়লেন করোনার গ্রাসে। রবিবার মুম্বইয়ে তাঁর করোনভাইরাস পরীক্ষার ফল ইতিবাচক এল। শুধু তাই নয়, মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ৩,০৪১ টি নতুন কোভিড রোগীর সন্ধান পাওয়া গেল। যা ভারতের সবচেয়ে করোনাধ্বস্ত রাজ্যের একদিনে সর্বোচ্চ করোনা মামলার বৃদ্ধির রেকর্ড। যার ফলে ভারতের শুধু এই রাজ্যেই মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে গেল।  

মহারাষ্ট্র কংগ্রেসের অন্যতম প্রধান মুখ অশোক চভন, ২০০৮ সালের ৮ ডিসেম্বর থেকে ২০১০ সালের ৯ নভেম্বর পর্যন্ত মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তার আগে তিনি বিলাশরাও দেশমুখ সরকারের সংস্কৃতি বিষয়ক, শিল্প, খনি ও প্রোটোকল মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। প্রসঙ্গত, এর আগে মহারাষ্ট্রের আবাসনমন্ত্রী জিতেন্দ্র আওহাদ-ও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

পশ্চিম ভারতের এই রাজ্যে এখন মোট কোভিড-১৯ মামলার সংখ্যা ৫০,২৩১ এবং সক্রিয় মামলার সংখ্যা ৩৩,৯৮৮। তবে গত ২৪ ঘন্টায় সুস্থও হয়ে উঠেছেন ১,১৯৬ জনন। সবমিলিয়ে এই রাজ্যে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা এখন ১৪,৬০০ হয়েছে। আর গত ২৪ ঘন্টায় এই রাজ্যে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৫৮ জনের, যারমধ্যে শুধু মুম্বই শহরেই মৃত ৩৯ জন। সব মিলিয়ে মহারাষ্ট্রে এখন করোনাভাইরাস-জনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা ১,১৬৩ জন।

 

PREV
click me!

Recommended Stories

৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo
IndiGo বিমান পরিষেবা বিভ্রাট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, কী বলল শীর্ষ আদালত