দিল্লির ইন্ডিয়াগেট থেকে কলকাতার ট্রামলাইন ঢাকল তুষারের চাদরে, এআই-এর ছবি আঁকার ক্ষমতা দেখে সকলের চোখ ছানাবড়া

সকাল থেকে নেটমাধ্যমে ভাইরাল কলকাতা থেকে দিল্লির বরফে ঢাকা ছবি। তাপমাত্রা নামতেই একের পর তুষার পাতের ছবি ভাইরাল হতে থাকে নেটপাড়ায়। কিন্তু কী ভাবে? বরফের চাদরে ঢাকা শহরের ছবির পেছনের আসল সত্যিটা কী?

 

Web Desk - ANB | Published : Jan 5, 2023 4:51 PM IST / Updated: Jan 06 2023, 11:57 AM IST
18

আজ মরশুমের শীতলতম দিন প্রবল ঠান্ডায় কাঁপছে গোটা দেশ। কলকাতা থেকে দিল্লি, হারকাঁপানো ঠান্ডার সাক্ষী থাকল শহরবাসী। এরই মধ্যে নেটপাড়ায় ভাইরাল শহর জোড়া তুষারপাতের ছবি। 
 

28

জানা যাচ্ছে ডিজিট্যাল মার্কেটিং পেশাদার সৌভিক ঘোষ নামক জনৈক ব্যক্তি প্রথম এই এই এর সাহায্যে এই ধরনের ছবি এঁকে টুইটারে পোস্ট করেন। এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। 

38

এরপরই এই ধরনের তুষারপাতের আরও ছবি ভাইরাল হতে থাকে। কলকাতা জুড়ে তুষারপাতের দৃশ্য।  হলুদ ট্যাক্সির ওপর জমে পুরু বরফের আস্তরণ৷ ঠান্ডায় জমে বরফ গঙ্গার জল। ভিক্টোরিয়া থেকে হাওড়া ব্রিজ ঢাকা শুভ্র বরফের আস্তরণে। বৃহস্পতিবার সকাল থেকে এমনই নৈস্বর্গিক দৃশ্যের ছবিই ঘুরছে নেটপাড়াজুড়ে। 

48

অংশুমান চৌধুরী, ঋত্তিক, ঋষভ নামক জনৈক ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে শেয়ার হতে থাকে আইএ-এর কারশাজিতে তৈরি তুষারপাতের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের। 
 

58

নতুন বছরের শুরু থেকেই শহরে কমছে তাপমাত্রা। কিন্তু কেমন হতো যদি বরফ পড়ত তিলোত্তমায়। কৌশলের মাধ্যমে সেই দৃশ্যই নেটিজেনদের সামনে তুলে ধরলেন অংশুমান চৌধুরী নামক জনৈক এক ব্যক্তি।
 

68

কলকাতায় তুষারপাতের দৃশ্য ঠিক কেমন হতে পারে? সত্যিকারের উপভোগ করা যাক বা না যাক,  এডিটিং-এর কারসাজিতে তা তুলে ধরলেন অংশুমান চৌধুরী।  জানা যাচ্ছে আইএ-র সাহায্যে তৈরি করা হয়েছে এই ছবিগুলি। ছবিগুলি এই নিখুঁত যে একনজরে বোঝার উপায় নেই। 

78

নেটমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয় এই ছবি। নিখুঁত এই কাজ দেখে মুগ্ধ নেটিজেনরা। শীতের সকালে এই নৈস্বর্গিক দৃশ্য মন জয় করেছে সকলের। 

88

চলতি মরশুমে বছরের উষ্ণতম বড়দিন কাটিয়েছে শহরবাসী। বর্ষশেষেও দেখা মেলেনি ঠান্ডার। তবে নতুন বছরে বঙ্গবাসীর আফসোস দূর করে জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যের একাধিক জেলায়।  গত বছর থেকেই হার কাঁপানো শীত দিল্লি-সহ উত্তর ভারতে।

Share this Photo Gallery
click me!

Latest Videos