এবার সপ্তাহে মোট ৩ দিন করে অফিস ছুটি থাকবে। অফিস যেতে হবে মোটে ৪ দিন।
210
বহুদিন ধরেই আসার কথা হচ্ছে এমন বিল। এতে সপ্তাহে ৪ দিন অফিস আর ৩ দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। কর্মীদের বাড়ি ও কাজের মধ্যে যাতে ভারসাম্য রাখার জন্যই আনা হয়েছে এমন প্রস্তাব।
310
তবে দিনে ৮ ঘণ্টা কাজের সময় আরও একটু বেড়ে যাবে বলে জানা গিয়েছে। ১১ থেকে ১২ ঘণ্টা কাজ করতে হতে পারে এই ৪ দিন।
ফলে রোজ আরও অতিরিক্ত ২ ঘণ্টা কাজ করতে হতে পারে সরকারি কর্মীদের। যার দরুণ একদিন কাজ বন্ধ থাকলেও কোনও সমস্যার মধ্যে পড়তে হবে না।
510
টানা ৫ দিন অফিস করা অনেকের কাছেই সমস্যার হয়ে পড়ে। বিশেষত যাযারা দূরের থেকে অফিস করে। ফলত তাঁরা পরিবারকে সময় দিতে পারেন না একমই।
610
তবে এবার খুব তাড়াতাড়ি এই সমস্যা মিটে যেতে পারে। খুবই তাড়াতাড়ি এমন বিল কেন্দ্র আনতে চলেছে যাতে উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মীরা।
710
নিশ্চিন্তে ৪ দিন অফিস করে বাকি ৩ দিন ছুটি নিতে পারবেন সরকারি কর্মীরা। তবে বাকি দুটি ছুটি শনি ও রবিবার হলেও বাড়তি একদিনের ছুটি রোস্টারের মাধ্যমে নেওয়া হতে পারে।
810
তবে সপ্তাহে ৫ দিনই অফিস খোলা রাখতে হবে তাই একটি নির্দিষ্ট দিনে সবাই ছুটি পাবেন না বলেই জানা গিয়েছে।
910
তবে এখনও পর্যন্ত লিখিত বা মৌখিক কোনও ঘোষণা করা হয়নি কেন্দ্রের তরফ থেকে। এই বিল নিয়েও রয়েছে প্রচুর ধোঁয়াশা।
1010
যদি সব ঠিক থাকে আর বিল সত্যিই পাশ হয়, তবে এবার মোটে ৪ দিন করে অফিস যেতে হবে সরকারি কর্মীদের।