যেখানে দেশের একাধিক শহরে পেট্রোলের দাম ১০০-র নিচেই দেখা যাচ্ছে, সেখানে কলকাতায় পেট্রোলের দর আজ একশোর উপরে।
কলকাতা কোথায় দাঁড়িয়ে পেট্রোল-ডিজেলের দামে? পরিসংখ্যান অনুযায়ী, বৃহৎ সময় জুড়ে জ্বালানির দামে তেমন কোনও বড় পরিবর্তন দেখা যায়নি। পেট্রোল ও ডিজেলের দাম দেশের চারটি মহানগরে বহুদিন ধরেই অপরিবর্তিত। যেখানে দেশের একাধিক শহরে পেট্রোলের দাম ১০০-র নিচেই দেখা যাচ্ছে, সেখানে কলকাতায় পেট্রোল ১০০-র উপরে। কোথাও আবার ৯০ টাকারও কমে ডিজেল রয়েছে। দেশের কলকাতা-সহ ১০টি শহরের জ্বালানির দাম জেনে নেওয়া যাক।
কলকাতায় পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা / লিটার এবং ডিজেলের দাম ৯২.৭৬ টাকা / লিটার।
চেন্নাইয়ে পেট্রোলের দাম ১০২.৬৩ টাকা / লিটার এবং ডিজেলের দাম ৯৪. ২৪ টাকা / লিটার।
দিল্লিতে পেট্রোলের দাম ৯৬.৭২ টাকা / লিটার এবং ডিজেলের দাম ৮৯.৬২ টাকা / লিটার।
ব্যাঙ্গালুরুতে পেট্রোলের দাম ১০১.৯৪ টাকা / লিটার এবং ডিজেলের দাম ৮৭.৮৯ টাকা / লিটার।
ইন্দোরে পেট্রোলের দাম ১০৮.৫৮ টাকা / লিটার এবং ডিজেলের দাম ৯৩.৮৬ টাকা / লিটার।
মুম্বইয়ে পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা / লিটার এবং ডিজেলের দাম ৯৪. ২৭ টাকা / লিটার।
জয়পুরে পেট্রোলের দাম ১০৮. ৪৮ টাকা / লিটার এবং ডিজেলের দাম ৯৩.৭২ টাকা / লিটার।
আহমেদাবাদ পেট্রোলের দাম ৯৬.৪২ টাকা / লিটার এবং ডিজেলের দাম ৯২.১৭ টাকা / লিটার।
পুনেতে পেট্রোলের দাম ১০৫.৮৫ টাকা / লিটার এবং ডিজেলের দাম ৯২.৩৭ টাকা / লিটার।
এলাহবাদে পেট্রোলের দাম ৯৬.৬৫ টাকা / লিটার এবং ডিজেলের দাম ৮৯. ৮৫ টাকা / লিটার।
উল্লেখ্য, যথাক্রমে BPCL এবং HPCL গ্রাহকরা পেট্রল-ডিজেলের দাম জানতে RSP <ডিলার কোড> 9223112222 নম্বরে এবং HPPRICE <ডিলার কোড> 9222201122 নম্বরে লিখে পাঠান। অন্যদিকে, ইন্ডিয়ান অয়েলের (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> 9224992249 নম্বরে লিখে পাঠালেই, আজকের সর্বশেষ জ্বালানির দাম সম্পর্কে জানতে পারবেন।
প্রসঙ্গত, মোদি সরকার ৫ রাজ্যের ভোটের আগে জ্বালানির দাম বদল নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল। তবে সেসময় তৃণমূলের তরফে বলা হয়েছিল, দাম কমে গেলেও তা ফের বেড়ে যাবে ভোটের পর। এদিকে গেরুয়া শিবিরের বড়সড় জয় ৫ রাজ্যের ভোটেই দেখা যায়। তবে ডবল-ইঞ্জিন রাজ্যের সুযোগসুবিধার বেশি বলেও শোনা যেত বিরোধীদের মুখে। বিশ্ববাজারের ওঠানামার, মারাত্মক প্রভাব জ্বালানির দামেও দেখা যাচ্ছে। বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানির দামের প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। তেলের দামের প্রভাবে মেটাল স্টকও নেমেছে। এশিয়ান পেন্টস সহ অন্যান্য রঙের কোম্পানি শেয়ার উঠেছে।সম্প্রতি 'ওপেক’ অর্থাৎ পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলি তাঁদের তেল উৎপাদন, কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বেড়ে গেছে বিশ্ববাজারের তেলের দর।
আরও পড়ুন-
শীত আসতে দেরি হলেও চলতি মরসুমের শীতলতম দিন রবিবার, জেনে নিন আজকের আবহাওয়ার খবর
বিশ্বের বৃহত্তম থেকে বিশ্বের ক্ষুদ্রতম, অ্যান্টেনার জগতকে হাতের মুঠোয় নিয়ে এলেন বাঁকুড়ার বিজ্ঞানী প্রফেসর শ্রীকান্ত পাল
চলন্ত ট্রেনের মধ্যে ভয়ঙ্কর মৃত্যু! উত্তরপ্রদেশে লোহার রড ঢুকে এফোঁড়-ওফোঁড় হয়ে গেল রেলযাত্রীর গলা