১৮ দিন পর বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, শহরে বেড়ে কত দাম

  • ১৮ দিন পর বাড়ল জ্বালানি তেলের দাম
  • শেষবার কমেছিল দাম, এবার বাড়ল
  • কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ১৪ পয়সা
  • শহরে লিটার প্রতি ডিজেলের দাম বাড়ল ১৭ পয়সা

দেশের ভোট পর্ব মিটতেই বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। গত ১৭ দিন তেলের দাম অপরিবর্তিত থাকার পর আজ বাড়ল দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় ভারতে দাম বাড়ানো হল বলে দেশের তেলসংস্থাগুলি জানিয়েছে। শহর কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটার প্রতি ১৪ পয়সা। আর ডিজেলের দাম বাড়ল ১৭ পয়সা। দাম বেড়ে দিল্লিতে পেট্রোলের দাম ৯০.৫৫ প্রতি লিটার। ১৫ পয়সা বাড়ল পেট্রোলের দাম। রাজধানী শহরে লিটার প্রতি ডিজেলের দাম এখন ৮০.৯১ টাকা। দেশের মধ্যে মুম্বইতে তেলের দাম সর্বোচ্চ। মুম্বইতে পেট্রোলের দাম ৯৬.৯৫ টাকা। কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম বেড়ে হল ৯০.৭৬ টাকা, ডিজেলের লিটার প্রতি দাম হল ৮৩.৭৬ টাকা।

আরও পড়ুন: ৯০০ সিলিন্ডার উড়িয়ে আনল বায়ুসেনা, দেশে অক্সিজেনের সংকট মোকাবিলায় পদক্ষেপ

Latest Videos

গত ১৫ এপ্রিল লিটার প্রতি ১৬ পয়সা কমেছিল পেট্রোলের দাম, ডিজেলের দাম কমেছিল ১৪ পয়সা। এরপর থেকে তেলের দাম অপরিবর্তিত ছিল। এর আগে গত ৬ মাস ধরে ক্রমশ বাড়ছিল পেট্রোল, ডিজেলের দাম। গত এক বছরে পেট্রোলের দাম রেকর্ড লিটার প্রতি ২১.৫৮ টাকা বেড়েছে। 

আরও পড়ুন: রাজ্য়ে ভয়াবহ কোভিডে মৃত্যু প্রায় ১০০, সংক্রমণে শীর্ষে কলকাতা

দেশে এখন কোন শহরে পেট্রোলের দাম কত

চেন্নাই: 
পেট্রোলের দর :  ৯২.৫৫ টাকা প্রতি লিটার; 
ডিজেলের দর – ৮৫.৯০ টাকা প্রতি লিটার

কলকাতা: 
পেট্রোলের দর: ৯০.৭৬ টাকা প্রতি লিটার; 
ডিজেলের দর : ৮৩.৭৮ টাকা প্রতি লিটার

পুণে: 
পেট্রোলের দর:  ৯৬.৬০ 96.60 টাকা প্রতি লিটার; 
ডিজেলের দর: ৮৬.৩০ টাকা প্রতি লিটার

বেঙ্গালুরু: 
পেট্রোলের দর:  ৯৩.৬০ টাকা প্রতি লিটার; 
ডিজেলের দর : ৮৫.৮১ টাকা প্রতি লিটার

হায়দ্রাবাদ: 
পেট্রোলের দর:   ৯৪.১৬ টাকা প্রতি লিটার; 
ডিজেলের দর – ৮৮.২৫ টাকা প্রতি লিটার

নয়ডা (ইউপি):

পেট্রোলের দর:  ৮৮.৯২ টাকা প্রতি লিটার; 
ডিজেলের দর – ৮১.৩৯ টাকা প্রতি লিটার
মোহালি (পঞ্জাব): 
পেট্রোলের দর:  ৯২.৮৩ টাকা প্রতি লিটার; 
ডিজেলের দর – ৮৩.৮৩ টাকা প্রতি লিটার

চণ্ডীগড়:
পেট্রোলের দর:  ৮৭.১৫ টাকা প্রতি লিটার; 
ডিজেলের দর: ৮০.৬২ টাকা প্রতি লিটার

গুরুগ্রাম (হরিয়ানা): 
পেট্রোলের দর: ৮৮.৫৪ টাকা প্রতি লিটার; 
ডিজেলের দর: ৮১.৫১ টাকা প্রতি লিটার 

Share this article
click me!

Latest Videos

উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News