গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক করোনা আক্রান্ত ৩ লক্ষ ৫৭ হাজারের বেশি। আর তার ফলে মোট আক্রান্ত ২ কোটি আশঙ্কার মাইলস্টোনে পৌঁছে গেল ভারত।
গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক করোনা আক্রান্ত ৩ লক্ষ ৫৭ হাজারের বেশি। আর তার ফলে মোট আক্রান্ত ২ কোটি আশঙ্কার মাইলস্টোনে পৌঁছে গেল ভারত। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ২ কোটি ০২ লক্ষ ৮২ হাজার ৮৩৩ জন। মোট মৃত্যু ২ লক্ষ ২২ হাজার ৪০৮ জন। করোনা হারিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ২৯২ জন। এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩ জন। এখনও পর্যন্ত দেশের ১৫ কোটি ৮৯ লক্ষ ৩২ হাজারের বেশি মানুষকে টিকাকরণ করা হয়ে গিয়েছে।
দেশের ১২টি রাজ্যে ১ লক্ষের বেশি সক্রিয় সংক্রমণের কেস আছে। সাতটি রাজ্যে আছে ৫০ হাজার থেকে ১ লক্ষের মধ্যে। জম্মু-কাশ্মীরে বাড়ানো হল করোনা কার্ফুর মেয়াদ। পাশাপাশি রাজ্যের চার জেলা- শ্রীনগর, জম্মু, বারামুল ও বুদগানে লকডাউন করা হল বৃহস্পতিবার পর্যন্ত।
আরও পড়ুন: করোনা টিকা চেয়ে প্রভাবশালীদের হুমকি ফোন, দেশ ছেড়ে বিদেশে গিয়ে বিস্ফোরক সেরাম কর্তা
দিল্লিতে করোনা টিকা নেওয়ার ব্যাপক উৎসাহ। কোভিড থেকে সুরক্ষিত থাকতে টিকাকরণ কেন্দ্রগুলিতে লম্বা লাইন। কুয়েত থেকে আজ ভারতে আসছে করোনা ত্রাণ। কোভিড যুদ্ধে লড়াই চিকিৎসা সরঞ্জাম, ২৫ মেট্রিক টনের ৩ টি সিলিন্ডার।
দেশে আরও একটা দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষের উপরেই থাকল। গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন।
দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ২৯২ জন। দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২ কোটি ২ লক্ষ ছাড়িয়েছে। দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩৪ লক্ষ ৪৭ হাজার।