ভয়ঙ্কর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ,হায়দরাবাদে আহত ১৩ বাঙালি

Published : Jan 21, 2021, 09:39 AM ISTUpdated : Jan 21, 2021, 09:44 AM IST
ভয়ঙ্কর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ,হায়দরাবাদে আহত ১৩ বাঙালি

সংক্ষিপ্ত

ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হলেন ১৩ জন মাঝরাতেই হঠাৎ করেই তীব্র বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা আহতরা সকলেই সোনার কাজের সঙ্গে যুক্ত ছিলেন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক

ফের ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হলেন ১৩ জন। হায়দরাবাদের মীর চক এলাকায় একটি বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর এরা সকলেই বাঙালি এবং একই কাজের সঙ্গে যুক্ত থাকার ফলে একই এলাকায় ওই বাড়িতে একসঙ্গে থাকতেন।

 

গতকাল মাঝরাতেই হঠাৎ করেই তীব্র বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপর থেকেই তীব্র আর্তনাদ। স্থানীয়রা বাড়ি গিয়ে দেখেন গ্যাস সিলিন্ডার ফেটেই ওই ভয়াবহ বিস্ফোরণ হয়েছে বাড়িতে। আহত ১৩ জন সকলেই সোনার কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

 

হায়দরাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়েই মীর চক থানার পুলিশ এলাকায় আসে। স্থানীয়রা সকলে মিলে আহতদের ওসমানিয়া হাসপাতালে দ্রুত নিয়ে যান। আহতদের মধ্যে একজনের আশঙ্কাজনক অবস্থা। ইতিমধ্যেই সকলেই হাসপাতালে ভর্তি। পুলিশি তদন্তে অনুমান করা হচ্ছে , সোনার কাজের জন্য যে রাসায়নিক ব্যবহার করা হয়, তার থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। যদিও আসল কারণ এখনও জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে।


 

PREV
click me!

Recommended Stories

Republic Day 2026: কর্তব্যপথে ৩০টি ট্যাবলো, পশ্চিমবঙ্গের ট্যাবলোতে কী থাকবে?
ঘড়ির মধ্যেই অনন্ত আম্বানি-সহ 'আস্ত' বনতারা, মার্কিন কোম্পানির নতুন ঘড়ির দাম কত?