বিদেশি নম্বর থেকে সপরিবার খুনের হুমকি, পুলিশের দ্বারস্থ গৌতম গম্ভীর

Published : Dec 21, 2019, 11:38 PM IST
বিদেশি নম্বর থেকে সপরিবার খুনের হুমকি, পুলিশের দ্বারস্থ গৌতম গম্ভীর

সংক্ষিপ্ত

প্রাক্তন ক্রিকেটার ও বিজেপি সাংসদ গম্ভীর আন্তর্জাতিক নম্বর থেকে হুমকি ফোন পরিবার সহ খুনের হুমকি পুলিশে অভিযোগ দায়ের বিজেপি সাংসদের


প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ  করলেন প্রাক্তন ক্রিকেটার এবং বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। তাঁর অভিযোগ, একটি আন্তর্জাতিক নম্বর থেকে ফোন করে তাঁকে এবং তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। 

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করেছেন গম্ভীর। শুক্রবারই অভিযোগ দায়ের করেন তিনি। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারকে লেখা চিঠিতে গৌতম অভিযোগ করেছেন, 'একটি আন্তর্জাতিক নম্বর থেকে আমায় এবং আমার স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সেই নম্বরটি হল +৭ (৪০০) ০৪৩।'

আরও পড়ুন- আইপিএল দলের মালিক হতে চলেছেন গৌতম গম্ভীর, বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষা

আরও পড়ুন- প্রবল ট্রোলিং-এ ভেঙে পড়লেন, জিলিপি খাওয়াই ছেড়ে দেবেন 'নিখোঁজ' বিজেপি সাংসদ

গৌতম জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত সচিব গৌরব অরোরা বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ওই চিঠিতেই এফআইআর দায়ের করে তাঁর এবং তাঁর পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন গম্ভীর।'

বিভিন্ন সময়ে একাধিক বিষয়ে সরব হয়েছেন গৌতম। বিশেষত জাতীয়তাবাদী ভাবধারার জন্যই সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় তিনি। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গেও কথার লড়াইতে জড়িয়েছিলেন তিনি। নাগরিকত্ব আইন নিয়েও মুখ খুলেছেন পূর্ব দিল্লির বিজেপি সাংসদ। তিনি দাবি করেছিলেন, এই আইন নিয়ে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কারণ নেই। কোনও বৈধ নাগরিককেই দেশ ছেড়ে যেতে হবে না বলে দাবি করেন গৌতম। 
 

PREV
click me!

Recommended Stories

Jharkhand Train Accident: ঝাড়খণ্ডে চলন্ত ট্রেনের ধাক্কা ট্রাকে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Republic Day 2026: কর্তব্যপথে ৩০টি ট্যাবলো, পশ্চিমবঙ্গের ট্যাবলোতে কী থাকবে?