১০ মিনিটে মিলবে অ্যাম্বুলেন্স, অভিনব উদ্যোগ নিয়ে এল অনলাইন ডেলিভারি অ্যাপ

Published : Jan 03, 2025, 09:11 PM IST
ambulance service

সংক্ষিপ্ত

ব্লিঙ্কিট এবার চালু করছে ১০ মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা। গুরগাঁওতে ইতিমধ্যেই পাঁচটি অ্যাম্বুলেন্স নিয়ে পরিষেবা শুরু হয়েছে। অ্যাপের মাধ্যমে বুকিং করলেই ১০ মিনিটের মধ্যে বেসিক লাইফ সাপোর্ট সহ অ্যাম্বুলেন্স পেয়ে যাবেন গ্রাহক।

ক্রমে বেড়ে চলেছে রোগের প্রকোপ। ঘরে ঘরে অসুস্থ রোগী। সারক্ষণ তাদের নিয়ে ছুটতে হচ্ছে হাসপাতালে। এই সময় সব থেকে বেশি প্রয়োজন অ্যাম্বুলেন্স। কিন্তু, প্রতি এলাকায় এক কিংবা দুই-র বেশি অ্যাম্বুলেন্সের দেখা মেলে না। সে কারণ অধিকাংশ সময় রোগীর পরিবারকে পড়তে হচ্ছে সমস্যায়। এই সমস্যা এবার মুহূর্তে দূর হবে। এক বিশেষ সংস্থা চালু করতে চলেছে অ্যাম্বুলেন্স সার্ভিস। যার দরুন আপনি মাত্র ১০ মিনিট অ্যাম্বুলেন্স পেয়ে যাবেন।

এক অভিনব উদ্যোগ নিয়ে এল অনলাইন ডেলিভারি অ্যাপ ব্লিঙ্ক ইট। সাধারণত ১০ মিনিটে পণ্য পৌঁছে দেয় এই সংস্থার কর্মীরা। আপনি যাই অর্ডার করুন না কেন, ১০ মিনিটে তা আপনার বাড়িতে উপস্থিত হবে। এবার এক বিশেষ উদ্যোগ নিল এই অনলাইন ডেলিভারি অ্যাপ ব্লিঙ্ক ইট। এবার ১০ মিনিটে মিলবে অ্যাম্বুলেন্স।

সদ্য সংস্থার সিইও আলবিন্দর ধিন্ডসা একটি বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ব্লিঙ্ক ইট অ্যাপে এবার থেকে ১০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স বুক করা যাবে। দ্রুত এবং নির্ভরযোগ্য অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করাই হল এই সংস্থার লক্ষ্য। বৃহস্পতিবার থেকেই গুরগাঁওতে পাঁচটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে এই সংস্থা।

সংস্থার সিইও জানিয়েছেন, অত্যান্ত কম খরচে এই পরিষেবা গ্রাহকরা পেয়ে থাকবেন। এর লক্ষ্য লাভ করা নয়। আগামী ২ বছরের মধ্যে ব্লিঙ্ক ইট-র পরিকল্পনা আছে প্রতিটি প্রধান শহরে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার।

জানানো হয়েছে এই ব্লিঙ্ক ইট অ্যাপের মাধ্যমে মিলবে বেসিক লাইফ সাপোর্ট। পরবর্তী সময় এই পরিষেবা দেশের অন্যান্য অঞ্চলে প্রসারিত হবে। ব্লিঙ্ক ইট অ্যাপে এই অ্যাম্বুলেন্স প্রাথমিক চিকিৎসার সমস্ত সুযোগ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, স্ট্রেচার, মনিটর, সাকশন মেশিন, প্রয়োজনীয় জরুরি ওষুধ ও ইনজেকশন। প্রতিটি অ্যাম্বুলেন্সে একজন প্যারামেডিক, একজন সহকারী একজন প্রশিক্ষিত চালক থাকবে। সব মিলিয়ে এক অভিনব উদ্যোগ নিল ব্লিঙ্ক ইট।

 

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!