গাজিয়াবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হল দমকল কর্মীদের

Published : Feb 01, 2025, 08:20 AM IST
গাজিয়াবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হল দমকল কর্মীদের

সংক্ষিপ্ত

গাজিয়াবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হল দমকল কর্মীদের

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের থানা টিলা মোড় এলাকায় দিল্লি-ওয়াজিরাবাদ রোডে শুক্র-শনিবার মধ্যরাতে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে আগুন লাগে। ভোপুরা চৌকের কাছে এই দুর্ঘটনা ঘটে। আগুনের ফলে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হতে থাকে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ঘর ছেড়ে পালিয়ে যায়।

 

 

আগুন এতটাই তীব্র ছিল যে, দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। প্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা রাহুল কুমার জানান, খবর পেয়েই দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু সিলিন্ডারে বিস্ফোরণের ফলে দমকল কর্মীরা ট্রাকের কাছে যেতে পারছিলেন না। বিস্ফোরণ থেমে গেলে আগুন নেভানো সম্ভব হয়। সিলিন্ডার বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়।

 

 

নিউজ এজেন্সি ANI এই ঘটনার ভিডিও X-এ শেয়ার করেছে। ঘটনাস্থল থেকে ২-৩ কিলোমিটার দূর থেকে তোলা ভিডিওতে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

 

 

একজন স্থানীয় ব্যক্তি বলেন, “আমি যখন এখানে এসেছি, তখন অনেকগুলি সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছিল। একটি কাঠের গুদামে আগুন লেগেছে। একটি বাড়িও পুড়ে গেছে।” অন্য একজন বলেন, “ঘটনাটি ভোর ৪:৩০ টার প্রায়। আমি ঘুমাচ্ছিলাম। বিস্ফোরণের শব্দ শুনে উঠে দেখি মহিলারা বাচ্চাদের নিয়ে পালিয়ে যাচ্ছেন। আমিও পরিবারের লোকজনকে উঠিয়ে বাইরে নিয়ে আসি। একটি হোটেলের ক্ষতি হয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক ছিল। বাচ্চারা কান্নাকাটি করছিল।”

PREV
click me!

Recommended Stories

আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত
Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!