বিজেপির মুখ গান্ধী, মনে গডসে, নিজামের টাকার জন্য দাবি জানালেন ওয়াইসি

  • বুধবার ছিল মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিবস
  • ওই দিনই ফের একবার বিজেপিকে কড়া আক্রমণ করলেন আসাদুদ্দিন ওয়াইসি
  • তাঁর মতে বিজেপি নেতাদের মুখে গান্ধী, মনে গডসে
  • নিজামের গচ্ছিত অর্থ ঔরঙ্গাবাদের উন্নয়নে লাগানোর দাবিও জানান তিনি

 

বুধবার মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিবসের রাতে ফের একবার বিজেপিকে কড়া আক্রমণ করলেন অল ইন্ডিয়া মজলিস-ইত্তেহাদ-উল-মুসলিমিন নেতা আসাদুদ্দিন ওয়াইসি। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করতে এসে তিনি বলেন, বিজেপি নেতারা মুখে যতই গান্ধীর কথা বলুন, মনে মনে তাঁরা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে নায়ক মনে করেন। তাঁর অভিয়োগ 'বিজেপির নামে দোকান খুলে দেশের মানুষকে ধোকা দিচ্ছে বিজেপি'।

বক্তৃতায় তিনি কৃষকদের আত্মহত্যার প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, সময় এসেছে গান্দীর অহিংসা দর্শনকে বোঝার। গান্ধী কৃষকদের জন্য সবসময় ভাবতেন। কিন্তু আজ সেই কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। বর্তমান সরকার তাদের জন্য কিছু করছে না।

Latest Videos

একই সঙ্গে তিনি নিজামের টাকা ঔরঙ্গাবাদ শহরের পানীয় জলের সমস্যা মেটাতে কাজে লাগানোর দাবি করেছেন। ব্রিটিশ সরকারের কাছে হায়রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলি খান ১ মিলিয়ন পাউন্ড জনমা রেখেছিলন। তা আজ বেড়ে ৪৫ মিলিয়ন পাউন্ড হয়েছে। এই টাকাটা পাকিস্তান দাবি করেছিল। নিজামের বংশধররাও দাবি জানা। শেষ পর্যন্ত লন্ডনের আদালত নিজামের পরিবারের দাবিই মেনেছে। নিজামের পরিবারের পাশাপাশি একটা বড় অংশ আঈসবে কেন্দ্রীয় সরকারের কাছেও। সেই টাকাই ঔরঙ্গাবাদের কাজে লাগানোর দাবি জানিয়েছেন ওয়াইসি।  

 

Share this article
click me!

Latest Videos

Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন
'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M