DA নিয়ে এবার আক্ষেপ মিটবে সরকারি কর্মীদের, প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে ১০,০৮০ টাকা!
জানুয়ারি মাস থেকেই কি বাড়বে DA? এই প্রশ্ন সবার মনে। এমনিতে ২০২৪ সালে মহার্ঘ্য ভাতার পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়তে দেখা গিয়েছে। সকলেই আশাবাদী, নতুন করে DA বাড়বে বেশ খানিকটা। এরই মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এসে গেল একটি বিরাট আপডেট।