২০২৫ সাল এখনো আসেনি, কিন্তু তারই মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এসে গেল একটি বিরাট আপডেট।
সকলেই অপেক্ষা করছেন সরকার কবে আরও এক দফায় মহার্ঘ্য ভাতা বাড়ায় সেই ব্যাপারে।
নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে কি মহার্ঘ ভাতা বাড়িয়ে দেবে কেন্দ্রীয় সরকার?
এই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
AICPI সূচকের তথ্য অনুযায়ী, মহার্ঘ ভাতা জানুয়ারি মাসে ৫৬ শতাংশে পৌঁছাবে।
এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে? তাহলে হিসেব ভালোভাবে বুঝে নিন।
সপ্তম বেতন কমিশনের বেতন গ্রেড অনুযায়ী, ন্যূনতম মূল বেতনের কর্মীরা বছরে ৬৪৮০ টাকা বেশি পাবেন।
উদাহরণস্বরূপ, যদি মূল বেতন ১৮,০০০ হয় এবং মহার্ঘ ভাতা ৫৬% হয়, তবে অংকটা কিছুটা এরকম হবে…
জানুয়ারি ২০২৫ থেকে DA: ১৮,০০০ x ৫৬% = ১০,০৮০/মাস
জুলাই ২০২৪ থেকে DA: ১৮,০০০ x ৫৩% = ৯৫৪০/মাস।
Parna Sengupta