DA নিয়ে এবার আক্ষেপ মিটবে সরকারি কর্মীদের, প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে ১০,০৮০ টাকা!

Published : Dec 27, 2024, 09:00 AM IST

জানুয়ারি মাস থেকেই কি বাড়বে DA? এই প্রশ্ন সবার মনে। এমনিতে ২০২৪ সালে মহার্ঘ্য ভাতার পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়তে দেখা গিয়েছে। সকলেই আশাবাদী, নতুন করে DA বাড়বে বেশ খানিকটা। এরই মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এসে গেল একটি বিরাট আপডেট।

PREV
18

২০২৫ সাল এখনো আসেনি, কিন্তু তারই মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এসে গেল একটি বিরাট আপডেট।

28

সকলেই অপেক্ষা করছেন সরকার কবে আরও এক দফায় মহার্ঘ্য ভাতা বাড়ায় সেই ব্যাপারে।

38

নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে কি মহার্ঘ ভাতা বাড়িয়ে দেবে কেন্দ্রীয় সরকার?

48

এই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

58

AICPI সূচকের তথ্য অনুযায়ী, মহার্ঘ ভাতা জানুয়ারি মাসে ৫৬ শতাংশে পৌঁছাবে।

68

এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে? তাহলে হিসেব ভালোভাবে বুঝে নিন।

78

সপ্তম বেতন কমিশনের বেতন গ্রেড অনুযায়ী, ন্যূনতম মূল বেতনের কর্মীরা বছরে ৬৪৮০ টাকা বেশি পাবেন।

88

উদাহরণস্বরূপ, যদি মূল বেতন ১৮,০০০ হয় এবং মহার্ঘ ভাতা ৫৬% হয়, তবে অংকটা কিছুটা এরকম হবে…

জানুয়ারি ২০২৫ থেকে DA: ১৮,০০০ x ৫৬% = ১০,০৮০/মাস

জুলাই ২০২৪ থেকে DA: ১৮,০০০ x ৫৩% = ৯৫৪০/মাস।

click me!

Recommended Stories