নতুন বছর থেকে PF-র টাকা তোলা হবে আরও সহজ, ATM -র পাশাপাশি E-Wallet -ও মিলবে টাকা
EPFO গ্রাহকদের জন্য নতুন পরিষেবা চালু করছে, যার মাধ্যমে ATM এবং E-Wallet ব্যবহার করে PF-এর টাকা তোলা যাবে। এই নতুন পদ্ধতি ২০২৫ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এবং ক্লেইম ও পেনশন নিষ্পত্তি আরও দ্রুত হবে।
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের গ্রাহকদের জন্য নিয়ে আসছে নতুন পরিষেবা। এবার PF-র টাকা তোলা হবে আরও সহজ।
জানা গিয়েছে, এটিএম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ই ওয়ালেটের মাধ্যমে সঞ্চয়ী আমানতের সরাসরি অ্যাক্সেস করতে পারবেন।
ক্লেইম ও পেনশন নিষ্পত্তি এবং দ্রুত পরিষেবার জন্য তথ্য প্রযুক্তি নেটওয়ার্ককে সাজাচ্ছে EPFO। এই আবহে ব্যাঙ্ক থেকে যেমন টাকা তোলেন তেমন ভাবেই পিএফ-র টাকাও তুলতে পারবেন।
সদ্য প্রকাশ্যে এল আরও বড় খবর। ATM -র পাশাপাশি E-Wallet -ও মিলবে PF-র টাকা।
২০২৫ সালের জানুয়ারি মাস থেকে লাগু হবে আরও এক নতুন নিয়ম। এবার টাকা তোলার পদ্ধতি আরও সহজ হবে।
বর্তমান পিএফ অ্যাকাউন্টহোল্ডারদের যে ক্লেইমের অটো সেটেলমেন্ট হয়, তার টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে যায়। তবে, প্রক্রিয়াকে আরও সরল করল ইপিএফও।
এক রিপোর্টে দাবি করা হয়েছে, পিএফ-র সব টাকা এটিএম থেকে তোলার যাবে না। ৫০ শতাংশ সর্বোচ্চসীমা বেঁধে দেওয়া হবে। এরই সঙ্গে বাকি টাকা ই ওযালেটেও যাতে কর্মীরা পিএফ-র টাকা পেতে পারেন, সে প্রস্তাব দেওয়া হয়েছে।
এই ওয়ালেট যুক্ত করার বিষয় ইতিমধ্যে বৈঠক হয়েছে। শ্রম মন্ত্রকের সচিব সুমিতা দাওরা দাবি করেছিলেন, ব্যাঙ্কিং ব্যবস্থার মতোই ইপিএফও-তে অত্যাধুনিক ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার।
ইপিএফ ৩.০-র পরিকল্পনার মধ্যে আছে কেন্দ্রীভূত ক্লেইম নিষ্পত্তি, এন্ড টু স্বয়ংক্রিয় প্রক্রিয়াকরণ, কেন্দ্রীভূত মাসিক পেনশন বিতরণ, সর্বজনীন অ্যাকাউন্ট নম্বর ভিত্তিক অ্যাকাউন্ট, সহ আরও অনেক কিছু।
এবার থেকে আরও সহজ হবে টাকা তোলা। ATM -র পাশাপাশি E-Wallet -ও মিলবে PF-র টাকা। এই পদ্ধতিতে মিলবে উপকার।