অষ্টম বেতন কমিশনে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ১.৯২ ঠিক হলে ১,৯০০ গ্রেড পে-র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতি মাসের মূল বেতন (বেসিক পে) বেড়ে দাঁড়াবে ৫৪ হাজার ৫২৮ টাকা। এর সঙ্গে এইচআরএ এবং টিএ বাবদ যোগ হবে যথাক্রমে ১৩ হাজার ৮৬ টাকা এবং ৩,৬০০ টাকা। অর্থাৎ, সব মিলিয়ে মোট বেতন পৌঁছোবে ৭১ হাজার ২১৫ টাকায়। এর থেকে এনপিএস এবং সিজিএইচএস বাবদ বাদ যাবে ৫,৪৫৩ টাকা ও ২৫০ টাকা। অর্থাৎ, সংশ্লিষ্ট ব্যক্তি বাড়িতে ৬৫ হাজার ৫১২ টাকা নিয়ে যেতে পারবেন।