- Home
- India News
- 8th Pay Commission: এক ধাক্কায় তিনগুণ হচ্ছে বেসিক? বেতন কমিশন নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
8th Pay Commission: এক ধাক্কায় তিনগুণ হচ্ছে বেসিক? বেতন কমিশন নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
অষ্টম বেতন কমিশন কার্যকর হলে ৫০ লক্ষ সরকারী কর্মী এবং ৬২ লক্ষ পেনশন ভোগীরা উপকৃত হবেন। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ পর্যন্ত হলে ন্যূনতম মূল বেতন ৫১,৪৮০ টাকা হতে পারে, যা বর্তমানের প্রায় তিনগুণ।

চলতি বছরের শুরু দিকেই ঘোষণা হয়েছে অষ্টম পে কমিশনের কথা। মোদী সরকার ঘোষণা করেছে এই বেতন কমিশনের কথা। এই কমিশন কার্যকর হলে উপকৃত হবেন ৫০ লক্ষ সরকারী কর্মী এবং ৬২ লক্ষ পেনশন ভোগীরা।
KNOW
প্রতি দশ বছর অন্তর গঠিত হয় বেতন কমিশন। এর দ্বারা সরকারি কর্মী ও পেনশন ভোগদের বেতন বৃদ্ধি হয়ে থাকে। এবার ১০ বছর পর ২০২৬ সালে অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার পালা। এর দ্বারা উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীরা। সদ্য এই বেতন কমিশন নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর খবর।
শোনা যাচ্ছে প্রায় ৩ গুণ বেসিক বাড়তে চলছে সরকারি কর্মীদের। এবার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ নির্ধারণ করা হতে চলেছে। এই ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে বাড়ে বেতন। এই ফিটমেন্ট ফ্যাক্টরের সংখ্যা যত বেশি হবে তত বেশি শতাংশ বেতন বৃদ্ধি পাবে।
প্রাথমিক অনুমান বলছে, অষ্টম বেতন কমিশন ২.৮৬ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর সুপারিশ করতে পারে। যার ফলে মূল বেতন ৩০ থেকে ৩৪ শতাংশ বাড়বে। তবে, এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এই সংখ্যা এখনও ঘোষণা করা হয়নি। তবে, সর্বত্র এমনই খবর যে ২.৮৬ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বাড়বে।
যদি ২.৮৬ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর হয় তাহলে কেন্দ্রীয় কর্মীদের ন্যূনতম মূল বেতন ১৮ হাজার টাকা থেকে ৫১,৪৮০ টাকা হবে। যা প্রায় তিনগুণ। তবে, কেবল মূল বেতনই নয় মহার্ঘ্য ভাতা, বাড়ি ভাড়া ভাতা, ভ্রমণ ভাতাও বাড়বে।
পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। ফিটমেন্ট ফ্যাক্টর তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। কর্মচারী ইউনিয়নগুলো এই বৃদ্ধির জন্য সক্রিয়ভাবে চাপ দিচ্ছে, যুক্তি দিচ্ছে যে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য উচ্চ বেতন কাঠামো প্রয়োজন। এখন দেখার শেষ পর্যন্ত কত শতাংশ ফিটমেন্ট ফ্যাক্টর ঘোষণা করা হয়।

