Weather Forecast: এ বছর সারা দেশে কেমন বৃষ্টি হতে পারে? কী পূর্বাভাস মৌসম ভবনের?

Published : Apr 15, 2025, 05:57 PM ISTUpdated : Apr 15, 2025, 06:34 PM IST
up weather 29 january

সংক্ষিপ্ত

Indian Monsoon 2025: ভালো কৃষিকাজের জন্য পর্যাপ্ত বৃষ্টি অত্যন্ত জরুরি। এই কারণে প্রতি বছরই সারা দেশের মানুষ আবহাওয়ার পূর্বাভাসের দিকে তাকিয়ে থাকেন। মঙ্গলবার বর্ষা নিয়ে পূর্বাভাস দিল আবহাওয়া বিভাগ।

Monsoon Rain 2025: এ বছর বর্ষাকালে (Monsoon) সারা দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি (Rainfall) হতে পারে। মঙ্গলবার এমনই পূর্বাভাস দিল আবহাওয়া বিভাগ (India Meteorological Department)। এ বছর দেশে ১০৫ শতাংশ বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টির পরিমাণ ৫ শতাংশ কম বা বেশি হতে পারে। জুনের শুরুতেই কেরলে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। সেপ্টেম্বরের মাঝা্মাঝি সময় পর্যন্ত বর্ষা চলতে পারে। এবার দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হলে কৃষিক্ষেত্রে লাভ হতে পারে। এমনই জানিয়েছে ভূ-বিজ্ঞান মন্ত্রক। মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বর্ষায় সারা দেশেই পর্যাপ্ত বৃষ্টি হতে পারে। তবে কয়েকটি অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। এই অঞ্চলগুলির মধ্যে রয়েছে লাদাখ, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি এবং তামিলনাড়ু। এর মধ্যে তামিলনাড়ুতে অবশ্য শীতকালে বৃষ্টি হয়। ফলে কৃষিক্ষেত্রে ক্ষতি হবে না বলেই আশা করা যায়।

কী কারণে বেশি বৃষ্টি হতে পারে?

মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশে গত ৫০ বছরে বর্ষাকালে গড়ে ৮৭ সেন্টিমিটার (৩৫ ইঞ্চি) করে বৃষ্টি হয়েছে। এর চেয়ে বেশি বৃষ্টি হলেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি বলে ধরা হয়। এবারের বর্ষাকালে ৯৬ শতাংশ থেকে ১০৪ শতাংশের মধ্যে থাকতে পারে পূর্বাভাস দেওয়া হয়েছে। এল নিনো এবং ভারত মহাসাগরে জলবায়ুর বিশেষ ধরন এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে। এই কারণেই এবার দেশে বেশি বৃষ্টি হতে পারে বলে আশা তৈরি হয়েছে। এল নিনো সক্রিয় হলে বৃষ্টিপাত কম হয়। এবার অবশ্য সেই আশঙ্কা দেখা যাচ্ছে না। ভারত মহাসাগরের পশ্চিম ও পূর্ব অংশের মধ্যে তাপমাত্রার হেরফের হলেও বৃষ্টিপাতের উপর তার প্রভাব পড়ে। এবার ভারত মহাসাগরের এই বিশেষ অংশের তাপমাত্রাও ইতিবাচক। ফলে ভারতে বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে।

কম বরফের কারণে বেশি বৃষ্টি

আবহাওয়া বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এবার ইউরেশিয়া ও হিমালয় অঞ্চলে বরফের পরিমাণ কম। অতীতে দেখা গিয়েছে, এই অঞ্চলগুলিতে কম বরফ থাকলে ভারতে বেশি বৃষ্টি হয়। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশায় আবহাওয়া বিভাগ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

এবার আধার কার্ডকে জন্মের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা হবে না, সিদ্ধান্ত উত্তর প্রদেশ সরকারের
প্রোটোকল ভেঙে বিমানবন্দরে মোদী, ১০ মিনিট অপেক্ষা করে একই গাড়িতে সফর পুতিনের