Ratan Tata:'বিদায় বন্ধু', রতন টাটার প্রয়াণে আর কী কী লিখলেন প্রাক্তন প্রেমিকা সিমি গারেওয়াল

Published : Oct 10, 2024, 09:21 PM IST
Simi Garewal

সংক্ষিপ্ত

বহু বছর আগেই রতন টাটার সঙ্গে ডেট করার কথা জানিয়েছিলেন সিমি। তাঁর অনুষ্ঠানেও এসেছিলেন রতন টাটা। সেখানেও 'কেন বিয়ে হয়নি' এই প্রশ্নের মুখোমুখি হতে হয় রতন টাটাকে। 

প্রয়াত রতন টাটা। বুধবার গভীর রাতে মৃত্যু হয় রতন টাটার। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। কিন্তু কী বলেছেন রতন টাটার প্রাক্তন প্রেমিকা সিমি গারেওয়াল। বলিউডে গুঞ্জন রতন টাটা ও সিমি গারেওয়ালের ঘনিষ্ট ছিলেন। কিন্তু তাঁদের বিয়ে হয়নি। সিমি বিয়ে করলেও রতন টাটা থেকে যান অবিবাহিত। তবে প্রাক্তন প্রেমিকের মৃত্যুতে ভেঙে পড়েছেন সিমিও।

সিমি গারেওয়ল নিজের ফেসবুক পেজে লিখেছেন, 'বন্ধু বিদায়'। সিমি লিখেছেন, 'ওরা বলছে তুমি চলে গেছ। তোমার না থাকার এই ক্ষতি সহ্য করা খুব কঠিন... বড্ড কঠিন... বিদায় বন্ধু।'

 

বহু বছর আগেই রতন টাটার সঙ্গে ডেট করার কথা জানিয়েছিলেন সিমি। তাঁর অনুষ্ঠানেও এসেছিলেন রতন টাটা। সেখানেও 'কেন বিয়ে হয়নি' এই প্রশ্নের মুখোমুখি হতে হয় রতন টাটাকে। সেখানে রতন টাটা বলেন, তিনি বিয়ের কাছাকাছি এসেছিলেন। কিন্তু বিয়ে হয়নি। ব্যস্ত ছিলেন - এজাতীয় উত্তর দিয়েছিলেন।

রতন টাটা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি চার বার বিয়ের কাছাকাছি গিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত বিয়ে হয়নি। তিনি আরও জানিয়েছেন, শেষপর্যন্ত সাহস করে উঠতে পারেননি। আর সেই কারণেই বিয়ে হয়নি। রতন টাটা জানিয়েছেন তাঁর প্রথম প্রেমিকা ছিলেন মার্কিন এক মহিলা। কিন্তু সেই সময় চিন-ভারত যুদ্ধের কারণে তাঁর বিয়ে হয়নি। রতন টাটা আরও জানিয়েছেন, সেই সময় তিনি ভারতে ফিরতে চেয়েছিলেন। কিন্তু মহিলাকে ভারতে পাঠাতে রাজি হয়নি তাঁর পরিবার। সিমির সঙ্গে তাঁর সম্পর্কের কথাও প্রকাশ্যে। তবে আর দুই মহিলা সম্পর্কে কোনও কথাই জানা যায় না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের
গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত