মেঝেতে শুয়ে শিক্ষিকা, পায়ের উপর উঠে ম্যাসাজ করছে দুই পড়ুয়া, ভাইরাল ভিডিও

Published : Oct 10, 2024, 08:10 PM ISTUpdated : Oct 10, 2024, 08:46 PM IST
Massage

সংক্ষিপ্ত

সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে পড়ুয়াদের দিয়ে নানারকম কাজ করিয়ে নেওয়ার অভিযোগ বহু পুরনো। এবার রাজস্থানের এ স্কুলে সেই ঘটনাই দেখা গেল।

'কল থেকে জল ভরে এনে দে,' 'চা এনে দে,' 'আঙুলগুলো টেনে দে,' 'হাত টিপে দে,' 'পা টিপে দে,' সরকারি স্কুলের পড়ুয়াদের কোনও না কোনও সময় শিক্ষক-শিক্ষিকাদের এই ধরনের আদেশ পালন করতে হয়েছে। কিন্তু ২০২৪ সালের শেষদিকে এসেও শিক্ষক-শিক্ষিকাদের একাংশের এই মনোভাবে কোনও বদল দেখা যাচ্ছে না। রাজস্থানের জয়পুরের কর্তারপুর অঞ্চলে সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ফের একই ঘটনা দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুলের ক্লাসরুমে চেয়ারে বসে আছেন এক শিক্ষিকা। অপর এক শিক্ষিকা মেঝেতে উপুড় হয়ে শুয়ে আছেন। তাঁর পায়ের উপর দাঁড়িয়ে আছে দুই পড়ুয়া। তারা শিক্ষিকার পায়ে ম্যাসাজ করে দিচ্ছে। এই ঘটনায় রাজস্থানের সরকারি স্কুলে পড়াশোনার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই এই ঘটনার নিন্দা করছেন। সরকারি হোক বা বেসরকারি, স্কুলে পড়াশোনা করতে যায় শিশুরা। সেখানে তাদের দিয়ে কাজ করানো নিয়মবিরুদ্ধ। কিন্তু শিক্ষক-শিক্ষিকারা ঠিক সেটাই করে চলেছেন।

কিছুই জানত না স্কুল কর্তৃপক্ষ!

রাজস্থানের এই সরকারি স্কুলের প্রধান শিক্ষক অনুজ চৌধুরী জানিয়েছেন, তিনি এই ভাইরাল ভিডিওর কথা জানেন। কিন্তু তাঁর স্কুলেই যে এই ধরনের ঘটনা ঘটছিল, সে বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি প্রধান শিক্ষকের। তাঁর আরও দাবি, সংশ্লিষ্ট শিক্ষিকা হয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই কারণে তিনি হয়তো পড়ুয়াদের পায়ে ম্যাসাজ করে দেওয়ার অনুরোধ করেছিলেন। তবে এই ঘটনার সত্যতা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে এখনও স্কুল কর্তৃপক্ষ, শিক্ষা দফতরের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

 

রাজস্থানে শিক্ষার এ কী হাল!

রাজস্থানে সরকারি স্কুলে পড়ুয়াদের হাল নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে রাজস্থান সরকার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

চড়-থাপ্পড়-গালাগালি! দুই শিক্ষক শিক্ষিকার চুলোচুলি দেখল গোটা স্কুল! দেখুন ভাইরাল ভিডিও

'আমিষ খাবার খাইয়ে সবাইকে ধর্মান্তরিত করতে চায়,' শিক্ষক দিবসে ৫ বছরের পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার

অভিনব পদ্ধতিতে প্রতিবাদ করল স্কুল পড়ুয়ারা, ছাত্র-ছাত্রীদের আচরণে তাজ্জব পুলিশ

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: বড় খবর! ১ জানুয়ারি থেকে বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের বেতন? কতদিন পিছিয়ে গেল দিন
জেনে নিন আজ শহরে ডিজেল ও পেট্রোলের দাম কত