তাঁর জমানাতেই রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন চালু হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভোট বাক্সে এর প্রভাব চখে পড়েনি। তা নিয়ে খানিক হতাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কিছুটা আক্ষেপের সুরেই বলেন, রাজ্য সরকারি কর্মীদের জন্য ১০,৬০০ কোটি টাকার বোঝা নিলেও, সরকারি কর্মীদের তরফ থেকে পাল্টা সমর্থন আসেনি।