২৪ ঘণ্টার মধ্যেই সরকারি কর্মীদের টাকা বাড়ছে? আচমকা সামনে এল বড় আপডেট, জারি বিজ্ঞপ্তি

Published : Mar 11, 2025, 12:03 PM IST

সামনে আসছে নয়া আপডেট! ২৪ ঘণ্টার মধ্যেই বড় সুখবর পাবেন সরকারি কর্মীরা। অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার নাকি ২৪ ঘন্টার মধ্যে বেতন বাড়বে সরকারি কর্মীদের। কী হতে চলেছে জানুন।

PREV
116

কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে ডিএ পাচ্ছেন।

216

গত বছর দীপাবলির আবহে ৩% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র।

416

বুধবারই কেন্দ্রীয় সরকারি কর্মীরা ফের এক দফায় ডিএ বৃদ্ধির সুখবর পেতে পারেন বলে শোনা যাচ্ছে।

516

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১২ মার্চ তথা বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে।

616

সেদিনই কেন্দ্রীয় সরকারি কর্মী (Government Employees) ও অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ, ডিআর বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে খবর।

716

এখন প্রশ্ন হল, এবার কত শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়াবে কেন্দ্র?

816

কয়েকদিন আগে বেশ কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছিল, এবার মাত্র ২% হারে ডিএ (DA) বৃদ্ধি করতে পারে সরকার।

916

এই খবর যদি সত্যি হয়, তাহলে এবার থেকে ৫৫% হারে মহার্ঘ ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

1016

শেষ অবধি সরকারের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, আপাতত সেদিকেই নজর সকলের।

1116

এদিকে সাধারণত বছরে দু’বার কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) ডিএ বাড়ানো হয়।

1216

প্রথম দফায় জানুয়ারি ও দ্বিতীয় দফায় জুলাই থেকে নয়া হার কার্যকর হয়ে থাকে।

1316

জানুয়ারির মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা সাধারণত মার্চ মাসে এবং জুলাইয়ের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ হয়ে থাকে।

1416

উল্লেখ্য, গত বছর হোলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) ডিএ বৃদ্ধির সুখবর দিয়েছিল সরকার।

1516

সেদিকে নজর রেখে অনুমান করা হচ্ছে, এবারও তেমনটা হতে পারে। আগামী বুধবার আবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে বলে খবর।

1616

শেষ অবধি সেদিনই ডিএ বৃদ্ধি সুখবর দেওয়া হয় কিনা সেটাই দেখার।

click me!

Recommended Stories