সরকারি কর্মীদের মাথায় হাত! যে কোনও সময় কাজ চলে যেতে পারে ২ লক্ষ কর্মীর

Published : Jan 26, 2025, 01:29 PM ISTUpdated : Jan 26, 2025, 01:39 PM IST

যে কোনও সময় চলে যেতে পারে প্রায় ২ লক্ষ কর্মীর চাকরি। তাই সেই চিন্তায় দিন কাটাচ্ছেন কর্মীরা। 

PREV
112

মহার্ঘ ভাতা বা অতিরিক্ত বেতন-সহ একাধিক সুবিধা থাকলেও মাথায় হাত পড়েছে সরকারি কর্মীদের। 

212

যে কোনও সময় চলে যেতে পারে প্রায় ২ লক্ষ কর্মীর চাকরি। তাই সেই চিন্তায় দিন কাটাচ্ছেন কর্মীরা।

312

আপনার মনে হতে পারে কেন এমমটা হবে? কেন হঠাৎ করে সরকারি কর্মীদের চাকরি চলে যাবে।তবে জেনে রাখুন এর কারণ।

412

বেসরকারি তো বটেই এখন চাকরি খোয়ানোর ভয় ধরেছে সরকারি কর্মীদের মধ্যেও আর এর কারণ কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) এর জন্য।

512

হ্যাঁ এই কৃত্তিম বুদ্ধিমত্তার জেরেই ব্যাঙ্কিং-সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক কর্মীর চাকরি চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছ।

612

প্রযুক্তি যত উন্নত হয়েছে মানুষ তার সঙ্গে নিজেকে একাত্ম করেছে। তত সহজ হয়েছে কাজ করার পদ্ধতি। 

712

একা মোবাইল সিনেমাহল, টিভি, ঘড়ি, ক্যালকুলেটর, ক্যালেন্ডার-সহ রেডিও একাই এই সব কাজের দায়ভার নিজের কাঁধে চাপিয়ে নিয়েছে।

812

ফলে ধীরে ধীরে মানুষ এই একটা বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়ছে। 

912

ঠিক একই ভাবে এই কৃত্তিম বুদ্ধিমত্তা আসায় তা কাজ করা আরও সহজ ও নিঁখুত হয়ে যাচ্ছে।

1012

ফলে যে কাজ একজন মানুষের করতে যত সময় লাগছে এআই এর সাহায্যে তা দ্রুত ও নিঁখুত হচ্ছে। ফলে কর্মস্থানে কর্মীদের সংখ্যা কমতে শুরু করেছে।

1112

সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে এই এআই এর কারণে কয়েক মাসের মধ্যেই ব্যাঙ্কিং এবং ব্যাক অফিসের কাজ থেকে প্রায় ২ লক্ষ কর্মী তাদের চাকরি হারাতে পারেন।

1212

আর এটাই হবে শুরু। এরপর এই পক্রিয়া শুরু হবে বিভিন্ন দপ্তরে।

click me!

Recommended Stories