সরকারি কর্মীদের মাথায় হাত! যে কোনও সময় কাজ চলে যেতে পারে ২ লক্ষ কর্মীর
যে কোনও সময় চলে যেতে পারে প্রায় ২ লক্ষ কর্মীর চাকরি। তাই সেই চিন্তায় দিন কাটাচ্ছেন কর্মীরা।
Deblina Dey | N/A | Published : Jan 26, 2025 1:29 PM / Updated: Jan 26 2025, 01:39 PM IST
মহার্ঘ ভাতা বা অতিরিক্ত বেতন-সহ একাধিক সুবিধা থাকলেও মাথায় হাত পড়েছে সরকারি কর্মীদের।
যে কোনও সময় চলে যেতে পারে প্রায় ২ লক্ষ কর্মীর চাকরি। তাই সেই চিন্তায় দিন কাটাচ্ছেন কর্মীরা।
আপনার মনে হতে পারে কেন এমমটা হবে? কেন হঠাৎ করে সরকারি কর্মীদের চাকরি চলে যাবে।তবে জেনে রাখুন এর কারণ।
বেসরকারি তো বটেই এখন চাকরি খোয়ানোর ভয় ধরেছে সরকারি কর্মীদের মধ্যেও আর এর কারণ কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) এর জন্য।
হ্যাঁ এই কৃত্তিম বুদ্ধিমত্তার জেরেই ব্যাঙ্কিং-সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক কর্মীর চাকরি চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছ।
প্রযুক্তি যত উন্নত হয়েছে মানুষ তার সঙ্গে নিজেকে একাত্ম করেছে। তত সহজ হয়েছে কাজ করার পদ্ধতি।
একা মোবাইল সিনেমাহল, টিভি, ঘড়ি, ক্যালকুলেটর, ক্যালেন্ডার-সহ রেডিও একাই এই সব কাজের দায়ভার নিজের কাঁধে চাপিয়ে নিয়েছে।
ফলে ধীরে ধীরে মানুষ এই একটা বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়ছে।
ঠিক একই ভাবে এই কৃত্তিম বুদ্ধিমত্তা আসায় তা কাজ করা আরও সহজ ও নিঁখুত হয়ে যাচ্ছে।
ফলে যে কাজ একজন মানুষের করতে যত সময় লাগছে এআই এর সাহায্যে তা দ্রুত ও নিঁখুত হচ্ছে। ফলে কর্মস্থানে কর্মীদের সংখ্যা কমতে শুরু করেছে।
সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে এই এআই এর কারণে কয়েক মাসের মধ্যেই ব্যাঙ্কিং এবং ব্যাক অফিসের কাজ থেকে প্রায় ২ লক্ষ কর্মী তাদের চাকরি হারাতে পারেন।
আর এটাই হবে শুরু। এরপর এই পক্রিয়া শুরু হবে বিভিন্ন দপ্তরে।