বিরাট সুখবর! সরকারি কর্মীরা প্রত্যেকে পাবেন অতিরিক্ত ৫ লাখ টাকা! দুর্দান্ত ঘোষণা মোদী সরকারের

মোটা টাকা ঢুকতে চলেছে কেন্দ্রীয় সরকারী কর্মীদের অ্যাকাউন্টে। সামনে এল আরও বড় একটি সুখবর! অষ্টম বেতন কমিশন সংক্রান্ত ঘোষণার রেশ এখনও পুরোপুরি কাটেনি। এর মাঝেই সামনে এল এই দুর্দান্ত খবর।

Parna Sengupta | Published : Jan 23, 2025 5:33 PM
110

কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের বেসিক বেতন, ভাতা, পেনশন ও অন্যান্য সরকারি সুবিধেগুলি সংশোধন করতে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনে করা হয়েছে।

210

স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসার পর খুশি ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী তথা পেনশনভোগীরা।

310

এই আবহে ফের একটা দুর্দান্ত খবর সামনে এল।

410

প্রত্যেক কেন্দ্রীয় সরকারি কর্মচারির অ্যাকাউন্টে ঢুকবে অতিরিক্ত ৫ লক্ষ টাকা!

510

রিপোর্ট বলছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

610

এতদিন অবধি এই অঙ্কটা ছিল ২০ লক্ষ টাকা। তবে এবার তা একধাক্কায় আরও ৫ লক্ষ বাড়ানো হয়েছে। ২০ লক্ষের পরিবর্তে তা বাড়িয়ে করা হয়েছে ২৫ লক্ষ টাকা।

710

২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই গ্র্যাচুইটি (Gratuity) বৃদ্ধির এই নয়া নিয়ম চালু হয়েছে।

810

রিপোর্ট বলছে, গত বছর ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ারের তরফ থেকে একটি মেমো জারি করা হয়েছিল। সেখানে বলা হয়, সপ্তম বেতন কমিশনের নিয়মে গ্র্যাচুইটি বৃদ্ধি করা হয়েছে। সরকারি কর্মীদের ডিএ ৫০ শতাংশের গণ্ডি টপকানোর পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

910

গ্র্যাচুইটি আসলে একজন কর্মীর (Government Employees) গ্রস বেতনের একটি অংশ। তবে সেটি তাঁকে নিয়মিত দেওয়া হয় না। প্রত্যেক বছর ২৪০টি কর্মদিবসের হিসেবে এই গ্র্যাচুইটি গণনা করা হয়ে থাকে বলে খবর।

1010

কোনও কর্মী একটি সংস্থায় অন্তত ৫ বছর কাজ করার পর সেই সংস্থা ছাড়লে এই গ্র্যাচুইটির টাকা পাওয়া যায়। এই নিয়েই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মুখে হাসি ফুটেছে অগুনতি সরকারি কর্মীর।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos