প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অষ্টম বেতন পে কমিশনের অনুমোদনের ফলে লক্ষাধিক সরকারি কর্মচারি ও পেনশনভোগীরা উপকৃত হবেন। বেতন ও ভাতার পরিবর্তন, ফিটমেন্ট ফ্যাক্টর এবং ডিএ ফ্যাক্টরের উপর নির্ভর করবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অষ্টম বেতন পে কমিশনের গঠনে অনুমোদন দেওয়ার ফলে দেশের কয়েক লক্ষ সরকারি কর্মচারি উপকৃত হয়েছেন।
210
সেই সঙ্গে ৬৫ লক্ষ পেনশনভোগীরাও উপকৃত হবেন কারণ তাদের পেনশনও নতুন করে বৃদ্ধি পাবে।
310
অষ্টম বেতন পে কমিশন নিয়ে মন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব বলেছেন, অষ্টম বেতন পে কমিশনে একবার প্রতিষ্ঠিও ও সুপারিশুলি গ্রহণ হলে প্রায় সরকারি কর্মী ও পেনশনভোগীরা উপকৃত হবেন। যা তাদের বেতন ও ভাতা-কে প্রভাবিত করবে।
410
অষ্টম বেতন পে কমিশন তাদের সুপারিশগুলি জমা দিলে দুটি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা করা যাবে একটি হল ফিটমেন্ট ফ্যাক্টর অন্যটি হল ডিএ ফ্যাক্টর,
510
এই দুই ফ্যাক্টর কর্মীদের বেতন ও ভাতা কতটা হবে সেই সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে।
610
বেতন কমিশন সাধারণত ১০ বছরের ব্যবধানের পর কার্যকর করা হবে।
710
যেমন সপ্তম বেতন কমিশন ২০১৪ তে গঠিত হলেও ২০১৬ সালে কার্যকর হয়েছিল। এবং অষ্টম কমিশন কার্ষকর হবে ২০১৬ সালে।
810
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্তমান বেতন ৫৩ শতাংশ। ডিএ বছরে দুবার বৃদ্ধি পায়।