এবার থেকে ৬৫ বছর বয়েসে অবসর নিতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা! দুর্দান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published : Jan 30, 2025, 09:35 AM ISTUpdated : Jan 30, 2025, 11:19 AM IST

রাজ্যের সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর। দু বছর নয়। একধাক্কায় আরও ৩ বছর বেড়ে গেল সরকারি কর্মীদের অবসরের বয়স। মানে এবার ৬৫ বছরে অবসর নেবেন তাঁরা। জেনে নিন বিস্তারিত।

PREV
111

বর্তমানে সরকারি চাকরির নিয়োগের সংখ্যা যত দিন যাচ্ছে ততই কমে যাচ্ছে।

211

তালিকায় শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় দেশের এমন বহু রাজ্য আছে যেখানে সরকারি চাকরি নিয়ে কেলেঙ্কারি লেগেই চলেছে।

311

এই জট ছাড়াতে গিয়ে নিয়োগ প্রক্রিয়া অনেক দেরি করে হচ্ছে। যেসব কর্মীরা অবসর নিয়ে নিয়েছে সেইসব জায়গাতে কিন্তু পদ রয়ে গেছে ফাঁকা।

411

কিভাবে পূরণ হবে এই ফাঁকা জায়গা? কি সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার?

511

যেহেতু সরকারি কর্মীরা অবসর নিচ্ছে সেই কারণে বহু কর্মীর অভাব দেখা দিচ্ছে একাধিক বিভাগে। যার ফলে আখেরে সমস্যা হচ্ছে বিভিন্ন সরকারি কাজের ক্ষেত্রে।

611

এই ধরনের বিভিন্ন সমস্যার সমাধান ঘটাতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বাড়িয়ে দেওয়া হবে অবসর গ্রহণের বয়সসীমা (Increase Retirement Age)।

711

এতদিন সবাই যে বয়সে অবসর গ্রহণ করেছে তার থেকে বৃদ্ধি পাবে।

811

৬০ বছর বয়েসে কর্মীরা অবসর গ্রহণ করবে এই কথাই এতদিন পর্যন্ত সকলে জানত।

911

অবসর গ্রহণের পরে এমন বহু কর্মী আছেন যারা অতিরিক্ত বিভাগে কাজ করেছেন। পরিবর্তন আসতে চলেছে সেই নিয়মেই।

1011

এই মর্মেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

1111

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব জানিয়েছেন আয়ুষ বিভাগে ডাক্তারদের বর্তমানে অবসরের বয়স ৬২ বছর। সেটাকে আরও ৩ বছর বাড়িয়ে ৬৫ করার (Increase Retirement Age) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

click me!

Recommended Stories