সন্ত্রাসবাদীরা দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের খুন করুক, বিতর্কিত মন্তব্য করে প্রশ্নের মুখে রাজ্যপাল

  • জনসমাবেশে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করে প্রশ্নের মুখে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল
  • ভরা জনসভায় সন্ত্রাসবাদীদের উদ্দেশে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের খুন করার বার্তা দেন সত্য পাল মালিক
  • যারা কাশ্মীরের সমস্ত সম্পত্তি লুঠ করে নিয়েছে, তাঁদের খুন করা হোক বলে দাবি তাঁর
  • তাঁর এই মন্তব্যকে ঘিরে শুরু হয়এছ বিতর্ক

Indrani Mukherjee | Published : Jul 22, 2019 5:23 AM IST / Updated: Jul 22 2019, 11:00 AM IST

একটি জনসমাবেশে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করে প্রশ্নের মুখে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিক। ভরা জনসভায় সন্ত্রাসবাদীদের উদ্দেশে সত্য পাল মালিক বলেন, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের মেরে ফেলা হোক, যারা কাশ্মীরের সমস্ত সম্পত্তি লুঠ করে নিয়েছে। তিনি আরও বার্তা দেন, সন্ত্রাসবাদীদের উচিত নিরপরাধা সাধারণ মানুষ এবং নিরাপত্তাবাহিনীকে ছেড়ে দিয়ে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের খুন করা।

এখানেই শেষ নয়,কার্গিলে অনুষ্টিত ওই জনসমাবেশ-এ দাঁড়িয়ে তিনি আরও বলেন, যেসব ছেলেরা হাতে বন্দুক তুলে নিয়েছে তা দিয়ে তাঁরা নিজেদের লোককেই হত্য়া করছে। বা হয়তো, হত্যা করছে কোনও ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে বা কোনও পুলিশের বিশেষ আধিকারিককে। এর চেয়ে বরং তাঁদের খুন করা হোক যাঁরা কাশ্মীরের সমস্ত সম্পত্তি লুঠ করেছে। এখনও তাঁদের খুন করা হয়েছে কি না ভরা সভায় সেই প্রশ্নও তোলে ন তিনি।

Latest Videos

আর তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ওঠে বিতর্কের ঝড়। এরপর রাজ্যপালের কাছে এমন মন্তব্য করার কারণ জানতে চাইলে তিনি বলেন, সাম্প্রতিককালে দুর্নীতি যেভাবে বেড়ে চলেছে, তার জেরেই রাগের বশেই তিনি  এমন মন্তব্য করেছেন বলে জানান তিনি। এরপর তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক আরও বাড়তে থাকায় এদিন সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতরাকে তিনি জানান যে, রাজ্যপাল হিসাবে এমন মন্তব্য করা হয়তো তাঁর উচিত হয়নি। কিন্তু তিনি সেটাই বলেছেন যা তিনি অন্তর থেকেই বিশ্বাস করেন। 

একজন রাজ্যপালের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এদিন টুইট করে তিনি জানান, তাঁর এই কথা যেন সকলে মনে রাখে এবং এরপর যদি জম্মু ও কাশ্মীরে কোনও মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনও অবসরপ্রাপ্ত ব্যুরো ক্র্যাট খুন হন তাহলে তা রাজ্যপাল সত্য পাল মালিকের আদেশের হবে।

Share this article
click me!

Latest Videos

সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
'পুলিশ তৃণমূলের কাউকে টাচ করতেই ভয় পায়' কেন! জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP vs TMC |
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati