দুর্দান্ত খবর সরকারি কর্মীদের জন্য! শুধু DA নয়, মিলবে দুই মাসের এরিয়ারও?

Published : Mar 02, 2025, 12:54 PM IST

১ জানুয়ারি ২০২৬ সাল থেকেই অষ্টম বেতন কমিশন লাগু হয়ে যাওয়ার কথা। তবে, এর গঠনের সঠিক সময়সীমা সম্পর্কে কেন্দ্রীয় সরকার এখনও কোনো তথ্য প্রকাশ করেনি। আর এই আবহেই ডিএ বৃদ্ধির (DA Hike 2025) প্রসঙ্গ উঠে এল খবরের শিরোনামে।

PREV
115

নানা আলোচনা এবং সভার পর অবশেষে অষ্টম বেতন কমিশন চালু হতে চলেছে কেন্দ্রীয় কর্মচারীদের।

215

চলতি বছর ৩১ ডিসেম্বরই শেষ হচ্ছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ।

315

১ জানুয়ারি ২০২৬ সাল থেকেই অষ্টম বেতন কমিশন লাগু হয়ে যাওয়ার কথা।

415

তবে, এর গঠনের সঠিক সময়সীমা সম্পর্কে কেন্দ্রীয় সরকার এখনও কোনো তথ্য প্রকাশ করেনি।

515

কিন্তু অনেকের মুখে আবার শোনা যাচ্ছে যে অষ্টম বেতন কমিশন লাগু হতে এখনও অনেকটাই সময় লাগবে।

615

কোনও কোনও মহল থেকে আবার এমনও বলা হচ্ছে যে, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে অষ্টম বেতন কমিশন।

715

তবে অষ্টম বেতন কমিশন চালু হওয়ার সঙ্গে সঙ্গে একধাক্কায় অনেকটাই বাড়বে বেতনের পরিমাণ।

815

ভারতে কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের ইতিহাস ঘাটলে দেখা যাবে ১৯৯৪ সালে এপ্রিল মাসে পঞ্চম বেতন কমিশন অনুমোদিত হলেও সেটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছিল ওই বছরের জুন মাসে।

915

ঠিক তেমনি ২০০৬ সালে জুন মাসে ষষ্ঠ বেতন কমিশন ঘোষিত হলেও সেটি কার্যকর হয় ওই বছরের অক্টোবরে। অর্থাৎ মাত্র ২ মাসের ব্যবধানে।

1015

এদিকে ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর সপ্তম বেতন কমিশন ঘোষিত হলেও পাঁচ মাস পরে অর্থাৎ ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় এই কমিশন।

1115

শুধু বেতন বৃদ্ধি নয় তার সঙ্গে কেন্দ্রীয় কর্মীদের ডিএ ও বেশ বৃদ্ধি পাবে।

1215

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যেহেতু সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় কর্মীদের DA ৫৩ শতাংশ হয়েছে সেক্ষেত্রে হয়ত অষ্টম বেতন কমিশনের আওতায় সেই বেতনের পরিমাণ আরও ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৬ শতাংশ হবে।

1315

যদি কোনও কর্মচারী বর্তমানে প্রতি মাসে ১৫,০০০ টাকা করে যদি ডিএ ভাতা পান, তাহলে তা বেড়ে দাঁড়াবে ১৫,৪৫০ টাকা। অর্থাৎ, তারা প্রতি মাসে ৪৫০ টাকা আরও বেশি পাবেন।

1415

যদি চলতি মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়, তাহলে মার্চ বা এপ্রিল মাসের বেতনের সাথে টাকা আসতে পারে।

1515

অর্থাৎ দোলের আগে হয়ত বড় উপহার আসতে পারে।

click me!

Recommended Stories