বড় খবর! মার্চ মাসেই বাতিল হতে পারে কয়েক লক্ষ রেশন কার্ড! সরকার থেকে নিতে পারে কড়া ব্যবস্থা

Published : Mar 01, 2025, 02:25 PM IST

রেশন কার্ডধারীদের জন্য গুরুত্বপূর্ণ সংবাদ। কেওয়াইসি না করলে বন্ধ হয়ে যেতে পারে রেশন সুবিধা। সময়সীমা বাড়লেও দ্রুত কেওয়াইসি সম্পন্ন করার পরামর্শ।

PREV
112

চলতি মাসের প্রথম দিকেই রেশন কার্ড থাকলেও এই গ্রাহকদের মিলবে না রেশন। দেশ জুড়ে কয়ের লক্ষ রেশন কার্ড বালিত হতে পারে।

212

দেশের দুঃস্থ পরিবারদের জন্য কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার বহু প্রকল্প চালু করেছে। যার জেরে উপকৃত হচ্ছে কয়েক কোটি জনসাধারণ। 

312

যার মধ্যে অন্যতম অকটি হল বিনামূ্ল্যে রেশন সামগ্রী। দেশের কয়েক কোটি পরিবার নির্ভর করে এই রেশনের সামগ্রীর উপর।

412

এর পরেও চলতি মাসের প্রথম দিকেই রেশন কার্ড থাকলেও এই গ্রাহকদের মিলবে না রেশন। এর ফলে মাথায় হাত পড়তে চলেছে গ্রাহকদের।

512

এর জন্য সরকার দায়ী নয়, গ্রাহকরা নিজেদের দোষেই এই রেশন সামগ্রী থেকে বঞ্চিত হবেন। জানেন এর কারণ-

612

সরকার থেকে বহুবার নির্দেশ দিলেও বেশ কিছু সংখ্যক গ্রাহক এখনও কেওয়াইসি-এর কাজ করেননি।

712

সরকারের তরফ থেকে বহুবার জানানো হয়েছে যে কেওয়াইসি না করলে কার্ড থাকলেও মিলবেনা রেশন। 

812

তবুও এখনও যারা এই কাজ করেননি তাদের জন্য সরকার এর আগে ৩১ ডিসম্বর ২০২৪ পর্যন্ত সময় দিয়েছিল। 

912

তবে যাতে সকল গ্রাহকরা রেশন পান এর কারণে এই সময়সীমা বাড়িয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। 

1012

এই সময়ের মধ্যে যারা কেওয়াইসি করেননি এরপর থেকে আপনি যে কার্ডের গ্রাহকই হোন না কেন আর রেশন সামগ্রী পাবেন না।

1112

তাই দ্রুত আপনার রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করুন এবং সমস্ত নিয়ম জেনে নিন।

1212

সরকারি ভাবে ঘোষণার আগেই সেরে ফেলুন এই কাজ। কারণ হাতে সময় খুব কম। যে কোনও দিন হতে পারে ঘোষণা।

click me!

Recommended Stories