দুর্দান্ত খবর দিল কেন্দ্রীয় সরকার! এবার রেশনে ফ্রি-তে মিলবে ৯ টি খাদ্য সামগ্রী, এক ধাক্কায় বাঁচল খাবার খরচ

দুর্দান্ত খবর দিল কেন্দ্রীয় সরকার! রেশনে ফ্রি-তে মিলবে ৯ টি খাদ্য সামগ্রী, এক ধাক্কায় বাঁচল খাবার খরচ

Anulekha Kar | Published : Aug 28, 2024 4:42 AM IST

রেশন নিয়ে বড় খবর দিল কেন্দ্রীয় সরকার। জনসাধরণের জন্য থাকছে খুশির খবর। আটা ও চাল ছাড়া রেশনে যুক্ত হতে চলেছে আরও অন্যান্য অনেক সামগ্রী। জানলে রীতিমতো চমকে যাবেন।

বহু নতুন খাদ্য সামগ্রী যুক্ত হতে চলেছে রেশন ব্যবস্থায়। এই ক্ষেত্রে চালের পরিবর্তে দেওয়া হবে মোট ৯ খাদ্যসামগ্রী।

Latest Videos

আগে বিনামূল্যে মিলত চাল। কিন্তু নতুন নিয়ম আসার পর থেকে আর বিনামূল্যে চাল পাওয়া যাবে না বরং বিনামূল্যে চালের পরিবর্তে পাওয়া যাবে অন্যান্য কিছু প্রয়োজনীয় সামগ্রী। মোট ৯ টি সামগ্রী দেবে কেন্দ্রীয় সরকার। সেগুলি হল- গম, ডাল, ছোলা, চিনি, লবণ, সরিষার তেল, ময়দা, সয়াবিন ও মশলা।

জনগণের স্বাস্থ্যের উন্নতি এবং খাদ্যে পুষ্টির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরফলে যারা আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে তাঁরা অনেক উপকার পাবেন। তাই যাদের রেশন কার্ড নিয়ে তাঁরা অবশ্যই নতুন কার্ডের জন্য আবেদন করুন। এখন বাড়িতে বসেই অত্যন্ত সহজ।

তবে এখনও যদি কেউ রেশন কার্ড না বানিয়ে থাকেন তাহলে বাড়িতে বসে কয়েকটি সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন রেশন কার্ড।

প্রথমে wbpds.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

এবার হোমপেজে ভর্তুকিছাড়া বা Non-Subsidized Ration রেশন কার্ডের জন্য "Click here to apply" এ ক্লিক করতে হবে।

এরপর সেখানে গ্রাহকের মোবাইল নম্বর দিয়ে GET OTP অপশনে ক্লিক করে নিতে হবে। সেই নম্বরে OTP আসলে OTP টি দিয়ে দিতে হবে।

এরপর VALIDATE ট্যাবে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে নিতে হবে।

অবশেষে SAVE AND VIEW APPLICATION ট্যাবে ক্লিক করতে হবে।

Share this article
click me!

Latest Videos

'একটা বেয়াদব' শুভেন্দুর নিশানায় কলকাতার নয়া পুলিশ কমিশনার | Suvendu Adhikari | CP Kolkata |
'বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী, মুখের কথায় নয়, আগে করে দেখান' সাফ কথা জুনিয়র ডাক্তারদের | RG Kar Protest
BJP Live: আর জি করের ঘটনার প্রতিবাদে BJP-র ধর্না, দেখুন সরাসরি
এখনই কর্মবিরতি উঠছে না! কেন? জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা | RG Kar Protest | Junior Doctors |
এবার বড় 'অ্যাকশন!' 'কালীঘাট অভিযান' নিয়ে চরম ইঙ্গিত শুভেন্দুর! যা বলেদিলেন | Suvendu Adhikari |