ফের ভোগান্তি! আজ বন্ধ থাকবে ব্যাঙ্ক, এটিএম? ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
২৮ অগাস্ট বুধবার ব্যহত হতে পারে এটিএম পরিষেবা তথা ব্যাঙ্ক পরিষেবা। সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। কারণ ২৮ অগাস্ট সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক কর্মী সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।
প্রায় ১৩ সেনাকর্মীকে পাকিস্তানপন্থী হিসেবে দাগিয়ে বিনা অপরাধে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্র এই কারণেই ধর্মঘট ডেকেছে এই সংগঠন।
সংগঠন জানিয়েছে, কার্গিল যুদ্ধে যাঁরা দেশের জন্য লড়াই করেছিলেন তাঁদের বিরুদ্ধে এই ফরমানের চার্জশিট অত্যন্ত উদ্বেগের বিষয়। তাই এই ধর্মঘটের সমর্থন করছে ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনও।
এই ধর্মঘটের ফলে ব্যাপক ভাবে প্রাভাবিত হতে পারে দেশের ব্যাঙ্কিং পরিষেবা। বিশেষ করে এটিএম সেবা ব্যহত হতে পারে। এই ধর্মঘটের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দৈন্যন্দিন কাজকর্মও ব্যহত হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।
ব্যাঙ্ক ধর্মঘটের আগে যাতে কোনও সমস্যায় না পড়তে হয় তাই সাধারণ মানুষকে সচেতন করেছেন এই সংগঠন। আশা করা যাচ্ছে ধর্মঘটের মাধ্যমে পুরো বিষয়টি ফের পর্যালোচনা করা হতে পারে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।