সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহায়তা এবং সোনা প্রদানের নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় ২৫,০০০ থেকে ৫০,০০০ টাকা এবং ৮ গ্রাম সোনা প্রদান করা হবে।
এত কিছুর পরেও এবার এক নয়া প্রকল্প নিয়ে এসেছে সরকার, যাতে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহায়তা এবং সোনা দেবে সরকার।
512
শুনতে অবাক লাগছে! কিন্তু এই প্রকল্প একেবারেই গল্প নয় ১০০ শতাংশ সত্যি!এমনকি সরকারের বিবাহ সহায়তা প্রকল্পের কাজও দ্রুত শুরু হবে।
612
এই প্রকল্পে দরিদ্র মেয়েদের বিবাহে আর্থিক সহায়তা করে সরকারের তরফ থেকে দেওয়া হবে ২৫,০০০ টাকা এবং ৮ গ্রাম সোনা।
712
মাদার তেরেসা মেমোরিয়াল অনাথ মেয়েদের বিবাহে আর্থিক সহায়তা প্রকল্পে ২৫,০০০ টাকা এবং ৮ গ্রাম সোনা (সাধারণ) এবং স্নাতক বা ডিপ্লোমা করা মেয়েদের ৫০,০০০ টাকা এবং ৮ গ্রাম সোনা প্রদান করবে।
812
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র-
এই প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজন বিয়ের আমন্ত্রণপত্র, আধার কার্ড, পারিবারিক কার্ড, আয়ের সার্টিফিকেট, বিধবা বা অনাথ, সেই সঙ্গে কাস্টের সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে),
912
এছাড়া লাগবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ব্যাঙ্কের বিবরণ, বিবাহ রেজিস্ট্রির সার্টিফিকেট (বিয়ের পর), ছবি। ই-সেবা কেন্দ্রের মাধ্যমে অথবা পৌর অথবা পঞ্চায়েত অফিসে অনলাইনে আবেদন করুন।
1012
যেই মেয়েদের বয়স ১৮ বছর বা বেশি তারাই এই সুবিধা পাবেন, বিধবা পুনর্বিবাহের জন্য ২০-৪০ বয়স থাকা প্রয়োজন।
1112
নির্দিষ্ট প্রকল্পের ক্ষেত্রে আয়ের সীমা প্রযোজ্য। প্রতি পরিবারে শুধুমাত্র একজন মহিলা উপকৃত হতে পারেন।
1212
এই প্রকল্প ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে এই প্রকল্প শুধুমাত্র তামিলনাড়ু সরকারের বিবাহ সহায়তা প্রকল্প। তাই সেই রাজ্যের মহিলারাই এই সুবিধা পাবেন।