
সুরাপ্রেমী আর ধুমপায়ীদের জন্য দুঃসংবাদ! খুব তাড়াতাড়ি বাড়তেচলছে সিগারেট, তামাকজাত পণ্য আর মদের দাম। দাম বাড়তে পারে গাড়িরও। জিএসটি কাঠামোতে বড় পরিবর্তন হতে পারে। আর সেটা হলেই সমস্যায় পড়তে পারেন এই দেশের সুরাপ্রেমি আর ধুমপায়ীরা।
জিএসটিতে একটি বড় পরিবর্তন করতে চলছে সরকার। কমপেনসেশন সেসের মেয়াদ শেষ হতে চলছে। এর বদলে হেলথ অ্যান্ড এনার্জি সেস আনার পরিকল্পনা কেন্দ্রের। একই সঙ্গে ক্লিন এনার্জি সেস চালু হতে পারে। আর সেই কারণে হেলফ অ্যান্ড এমার্জি সেস মূলত বসান হবে শরীরের জন্য ক্ষতিকর বলে যে পণ্যগুলিকে চিহ্নিত করা হয়েছে সেগুলির ওপর। শরীরের জন্য ক্ষতিকর বা 'সিন গুডস' পণ্য হল মদ, সিগারেট, তামাকজাত ওন্য পণ্য - যেমন খৈনি, গুটখা এগুলি। এই পণ্যগুলির ওপর এমনিতেই ২৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে। এবার তার ওপর যদি অতিরিক্ত সেস বসায় তাহলে দাম আরও বাড়তে পারে বলেও মনে করছে। নতুন দাম হলে বর্তমানে সিগারেটের যা দাম রয়েছে তার দ্বিগুণ হতে পারে।
আগামী দিনে কেন্দ্র গাড়ির ওপর ক্লিন এনার্জি সেস বসানোর পরিকল্পনা নিয়েছে। মূলত পরিবেশ রক্ষার জন্যই এই পদক্ষেপ। পুননবীকরণযোগ্য শক্তির গাড়ির সংখ্যা বাড়াতে চাইছে। দূষণ নিয়ন্ত্রণ-ই মূল লক্ষ্য কেন্দ্র সরকারের। তাই পেট্রোলজাত গাড়িতে অতিরিক্ত সেস বসানোর চিন্তাভাবনা রয়েছে। একই সঙ্গে দুই সেস কার্যকর হলে তামাকজাত পণ্যের সঙ্গে মদ ও বিলাসবহুল গাড়ির দাম একধাক্কায় অনেকটাই বেড়ে যাবে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।