নতুন ধাক্কা, ২২ সেপ্টেম্বর এই ৯টি পণ্য কিনতে গেলে পকেটে পড়বে বাড়তি চাপ, জেনে নিন কী কী

Published : Sep 22, 2025, 10:10 AM IST

২২ সেপ্টেম্বর থেকে সরকারের নতুন সিদ্ধান্তে একাধিক জিনিসের দাম বাড়ছে। পানীয়, ৩৫০ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেল এবং বিভিন্ন বিলাসবহুল পণ্যের উপর জিএসটি ২৮ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশ করা হয়েছে। 

PREV
15

২২ সেপ্টেম্বরের পর আপনার খরচ বাড়তে চলেছে কারণ সরকার এগুচ্ছ নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। যার কারণে চাপ পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে। ২২ সেপ্টেম্বর থেকে বেড়ে গেল এই ৯টি জিনিসের দাম।

25

নতুন নিয়ম অনুসারে বেশ কিছু পণ্যে ট্যাক্স ১৮-২৮ শতাংশ থেকে বেড়ে সরাসরি ৪০ শতাংশে পৌঁছে গিয়েছে। এর মধ্যে আছে সব ধরনের ফ্ল্যাভার্ড বা মিষ্টি পানীয়, কার্বনেটেড ফ্ল্যাভার্ড ড্রিংকস, নন অ্যালকোহলিক ড্রিংকস, একটি প্ল্যান্ট বেসড মিল্ক ড্রিংকস এবং ক্যাফেইনযুক্ত পানীয়। এর ফলে কোল্ড ড্রিংক্স থেকে এনার্জি ড্রিংক্স সব জিনিসের দাম বাড়ছে।

35

পানীয়ের সঙ্গে বিলাসহুল পণ্যের তালিকাতেও যুক্ত আছে আরও কিছু জিনিস। ৩৫০ সিসি-র বেশি ক্ষমতার মোটরসাইকেলের ৪০ শতাংশ ট্যাক্স দিতে হবে।

45

রিভলভার, পিস্তল, ইয়ট, বিলাসবহুল জাহাজ, প্রাইভেট জেট বা হেলিকপ্টারের মতো পণ্যে ট্যাক্স ২৮ থেকে বেড়ে হল ৪০ শতাংশ করা হয়েছে। যদিও বিলাসহগুল গাড়িক ক্ষেত্রে জিএসটি বাড়লেও সেস বাতিল হওয়ায় দাম কমার সম্ভাবনা আছে।

55

সব মিলিয়ে আজ ২২ সেপ্টেম্বর থেকে বাড়ছে দাম। যে যে জিনিস কিনতে এতদিন ২৮ শতাংশ দিতে হত, তা কিনতে এবার থেকে দিতে হবে ৪০ শতাংশ করে জিএসটি। এই নিয়ম প্রযোজ্য হবে আজ থেকেই।

Read more Photos on
click me!

Recommended Stories