Car Bookings: জিএসটি-তে ব্যাপক ছাড়! আগে বুক করে রাখলে কি গাড়ি কেনায় লাভ হবে?
Car Bookings: মাসের পর মাস ধরে গাড়ি বুক করে রেখেছেন অনেকেই। উৎসবের মরশুমে ডেলিভারি পাওয়ার আশায় বসে আছেন। নতুন দাম কার্যকর হবে আগামী ২২শে সেপ্টেম্বর থেকে।

জিএসটি ২.০ গাড়ির দাম
কেন্দ্রীয় সরকার গাড়ি ক্রেতাদের জন্য বড় ছাড় ঘোষণা করেছে। জিএসটি ২.০-এর অধীনে গাড়ির উপর আরোপিত কর কমানো হয়েছে। এই নতুন দাম আগামী ২২শে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে, গাড়ি কেনার স্বপ্ন অনেকের জন্য স্বস্তি বয়ে আনবে বলেই মত বিশেষজ্ঞদের।
২২শে সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি
গাড়ি কেনা বাড়ি তৈরির মতোই দীর্ঘ পরিকল্পনার একটা বিষয়। মাসের পর মাস ধরে গাড়ি বুক করে রেখে উৎসবের মরশুমে ডেলিভারি পাওয়ার আশায় বসে আছেন অনেকেই। এখন সবাই ডিলারদের কাছে একটাই প্রশ্ন করছেন, “নতুন জিএসটির দামে আমরা কি ছাড় পাব?”।
গাড়ি বুকিং এবং জিএসটির সুবিধা
ডিলারদের উত্তর স্পষ্ট। ডেলিভারির তারিখই গুরুত্বপূর্ণ। ২২ তারিখ বা তার পরে গাড়ি ডেলিভারি নেওয়া সবাই নতুন জিএসটির রেটে, অর্থাৎ, কম দামে গাড়ি পাবেন। কারণ, কর আরোপ করা হয় বুকিংয়ের তারিখে নয়। বিল দেওয়ার তারিখে। তবে ২২ তারিখের আগে গাড়ি কিনলে পুরনো করের হারই প্রযোজ্য। তাই অনেকেই তাদের ডেলিভারি পিছিয়ে দিচ্ছেন।
গাড়ি ডেলিভারির জিএসটি নিয়ম
ছোট গাড়ি, বিশেষ করে ১২০০ সিসি পর্যন্ত ইঞ্জিনযুক্ত, ৪ মিটারের কম লম্বা পেট্রোল বা সিএনজি গাড়িতে আগে ২৯% কর ছিল। এখন মাত্র ১৮%। ফলে Maruti Alto K10, Swift, Hyundai i20, Tata Tiago, Renault Kwid-এর মতো গাড়ি সস্তা হচ্ছে। একইভাবে ১৫০০ সিসি পর্যন্ত ডিজেল গাড়িতেও মাত্র ১৮% জিএসটি দিতে হবে।
উৎসবের মরশুমে বিরাট ছাড়
বড় গাড়ির উপর কর কিছুটা বেশি থাকলেও আগের দামের তুলনায় কম। Maruti Brezza, XL6, Hyundai Creta, Honda City-র মতো বড় পেট্রোল গাড়িতে ৪০% কর থাকবে। আগে এটি ছিল ৪৫%। একইভাবে Tata Harrier, Safari, Mahindra Scorpio-N, XUV700-এর মতো বড় ডিজেল গাড়িতেও ৪৮%-এর পরিবর্তে এখন ৪০% জিএসটি দিলেই চলবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

