সমাধিস্থ করা হল সকলের প্রিয় গাড়িটিকে, গুজরাটের আজব অনুষ্ঠানে উপস্থিত ১৫০০ জন

Published : Nov 09, 2024, 04:42 PM IST
car

সংক্ষিপ্ত

গুজরাটের এক কৃষক পরিবার তাদের ১২ বছর পুরনো 'লাকি' গাড়ির জন্য বিশাল সমাধি অনুষ্ঠানের আয়োজন করে। ১৫০০ অতিথি ও ধর্মীয় নেতার উপস্থিতিতে গাড়িটিকে মালা ও ফুল দিয়ে সাজিয়ে, পুজো করে সমাধিস্থ করা হয়।

গুজরাটে এর পরিবারে নেমে এল শোকের ছায়া। সমাধিস্থ করা হল সকলের প্রিয় পরিবারের এক সদস্যকে। এই উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ১৫০০ অতথি ও ধর্মীয় নেতারা ছিলেন। তবে, কোনও মানুষ নন এদিন সমাধিস্থ করা হয় একটি গাড়িকে।

গুজরাটের আমরেলি জেলার ঘটনা এটি। এক কৃষক পরিবার সম্প্রতি তাদের লাকি গাড়ির জন্য বিশাল সমাধি অনুষ্ঠানের আয়োজন করে। আমরেলির লাথি তালুকের পাদর্শিংগা গ্রামে বৃহস্পতিবার সঞ্জয় পোলারা ও তার পরিবার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে প্রায় ১৫০০ জন লোক, সন্ন্যাসী ও ধর্মীয় নেতা অংশ নেয়।

 

 

সেখানে ১২ বছর পুরনো ওয়াগনার গাড়িকে সমাধিস্থ করা হয়। গাড়ির জন্য একটি ঢালু ও ১৫ ফুট গভীর গর্ত খোঁড়া হয়েছিল। গাড়িটিকে মালা ও ফুল দিয়ে সাজানো হয়। গাড়িটিকে সেই ঢালু দিয়ে নিচে নামিয়ে গর্তে রাখা হয়। এবার সবুজ কাপড় দিয়ে ঢাকা গাড়িটির ওপর পরিবারের সদস্যরা পুজো করেন এবং গোলাপের পাপড়ি ছড়িয়ে শেষ বিদায় জানান। পুরোহিত মন্ত্র উচ্চারণ করেন। তারপর মাটি ঢেলে গাড়িটিকে সমাধি দেওয়া হয়। সুরাতের ব্যবসায়ী জানান, তিনি এমন কিছু করতে চেয়েছেন যাতে ভবিষ্যত প্রজন্ম তাদের পরিবারের সমৃদ্ধি আনা গাড়িটির কথা মনে রাখে। তিনি আরও বলেন, ১২ বছর আগে আমি এই গাড়িটি কিনেছিলাম। যা আমাদের পরিবারের জন্য সৌভাগ্য এনেছিল। ব্যবসায় সফলতা ও পরিবারের সম্মান অর্জনের পাশাপাশি এই গাড়িটি আমাদের জন্য সৌভাগ্যের প্রতীক ছিল। তা বিক্রি না করে শ্রদ্ধা জানাতে খামারে এটি সমাধি দিলাম।

 

PREV
click me!

Recommended Stories

বন্দে মাতরম সম্পাদনা কি দেশভাগের কারণ? অমিত শাহের মন্তব্যে তোলপাড়
দেশজুড়ে বিমান বিপর্যয়ে মোদীর নিশানায় ইন্ডিগো, উড়ান পরিষেবায় কাঁটছাট কেন্দ্রের