জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ রয়েছে- এটা গুজব, কমিটির এই দাবির পর পরবর্তী শুনানি ৩০ মে

মসজিদ প্রাঙ্গণে একটি শিবলিঙ্গ পাওয়া গেছে বলে দাবি করেছে হিন্দু পক্ষ। তারই ভিত্তিতে মসজিদ কমপ্লেক্সের অভ্যন্তরে শ্রিংগার গৌরি পুজো করার অনুমতি দিওয়ার আর্জি জানান হয়েছে।  হিন্দুদের এই আবেদন খারিজ করে দেওয়ার পাল্টা আবেদন জানিয়েছিল মসজিদ কমিটি।

বারাণসী জেলা আদালত বৃহস্পতিবার অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ বা জ্ঞানবাপী সমজিদ কমিটির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত আবেদনের শুনানি আগামী ৩০ মে পর্যন্ত স্থগিত রেখেছে। এই মামলার পরবর্তী শুনানির দিনও ধার্য হয়েছে ৩০ মে। 

মসজিদ প্রাঙ্গণে একটি শিবলিঙ্গ পাওয়া গেছে বলে দাবি করেছে হিন্দু পক্ষ। তারই ভিত্তিতে মসজিদ কমপ্লেক্সের অভ্যন্তরে শ্রিংগার গৌরি পুজো করার অনুমতি দিওয়ার আর্জি জানান হয়েছে।  হিন্দুদের এই আবেদন খারিজ করে দেওয়ার পাল্টা আবেদন জানিয়েছিল মসজিদ কমিটি। এদিন শুনানির সময় শুধুমাত্র আবেদনকারী, আইনজীবী, মামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িতদের আদালতের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। প্রায় দুঘণ্টা শুনানি হয়। 

Latest Videos

মসজিদ কমিটির যুক্তি ছিল হিন্দু পক্ষের মামলাটি রক্ষণাবেক্ষণযোগ্য নয়। সিভিল প্রসিডিউর কোটের আদেশ ৭ নম্বর বিধি১১ নম্বর ধারায় এটি প্রত্যাখ্যান করার আর্জি জানান হয়েছে। বলা হ.য়েছে মানুষের অনুভতি জাগাতে শিবলিঙ্গ নিয়ে গুজব ছড়ান হয়েছে। মসজিদ কমিটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, শিবলিঙ্গের অস্তিত্ব শুধুমাত্র কথিত। এখনও এর কোনও গ্রহণযোগ্যতা বা প্রামাণ্য তথ্য নেই। কমিটির পক্ষ থেকে আরও বলা হয়েছে গুজবের ফলে জনসাধারণের মধ্যে অশান্তি ও অস্বস্তি বাড়ছে। মসজিদ কমিটি উপাসনা আইনের উল্লেখ করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কথাও উল্লেখ করেছে। 

অভয়নাথ যাদব, মুসলিম পক্ষের আইনজীবী, মামলাটি খারিজ করার জন্য বেশ কয়েকটি যুক্তি উপস্থাপন করেছেন। উভয় পক্ষই আদালতে নিযুক্ত সমীক্ষা কমিটির ভিডিওগ্রাফির রিপোর্ট হাতে পেয়েছে। 

বারানসী আদলতের পর্যবেক্ষণ জ্ঞানবাপী মসজিদ মামলা অত্যান্ত সংবেদনশীল বিষয়। এদিন দুই ব্যক্তি- যাদের সঙ্গে মামলার তেমন কোনও যোগ নেই তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এক আইনজীবীকেও আদালত কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল। 

জ্ঞানবাপী মামলা- ১৯৯১ সালে বারাণসী আদালতে দায়ের করা একটি পিটিশনে দাবি করা হয়েছিল ১৬ শতকের কাশী বিশ্বনাথ মন্দিরের একটি অংশ ভেঙে তৎকালীন মোঘল সম্রাট ওরঙ্গজেবের নির্দেশে জ্ঞানবাপী সমজিদ তৈরি করা হয়েছিল। সেই কারণ দেখিয়ে আবেদনকারী স্থানীয় পুরোহিতরা জ্ঞানবাপী মসজিদে নতুন করে প্রার্থনা করার আবেদন জানিয়ে মামলা দায়ের করেছিল। ২০১৯ সালে এলাহাবাদ হাইকোর্ট এই মামলার পাশাপাশি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সমীক্ষার ওপরেও স্থগিতাদেশ দিয়েছিল। গতমাসে বারাণসীর জেলা  আদালতে স্থানীয় পাঁচ মহিলা দ্বারস্থ হয়। পশ্চিম দেওয়ালের পিছনে উপাসনা করতে দেওয়ার অনুমতি চেয়ে মামলা দায়ের করে। তারপই জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের একটি ভিডিওগ্রাফির সমীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত। 
 

Share this article
click me!

Latest Videos

'স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি ঢাকতে আমাদের সাসপেন্ড করা হয়েছে' কর্মবিরতির ঢাক দিয়ে বললেন চিকিৎসকরা
Sundarbans-এ ফের বাঘের ভয়াল থাবা! উদ্ধার করেও গেল না বাঁচানো, গোটা গ্রামে শোকের ছায়া
পড়ুয়াকে Bangladeshi বলে অপমান! স্কুলে ভর্তি হওয়ায় বাঁধা, তীব্র চাঞ্চল্য Nadia-র Kalyani-তে
Rashifal Today: শনিবার ১৮ই জানুয়ারি কেমন কাটবে আজকের এই দিন, জানুন আজকের রাশিফলে
'দায় এড়ানোর জন্য যা খুশি তা করতে পারেন না মুখ্যমন্ত্রী', ক্ষোভ উগরে দিলেন ডাক্তাররাই