পহেলগাঁও হামলায় হামাস যোগ! গোয়েন্দাদের হাতে এল চাঞ্চল্যকর খবর

Published : Apr 26, 2025, 05:40 PM IST

Hamas Link: এতদিন পহেলগাঁও জঙ্গি হামলায় পাকিস্তানের জঙ্গিরাই যুক্ত ছিল বলে মনে করা হচ্ছিল। মূলত লস্কর-ই-তৈবার যোগ পাওয়া গিয়েছিল। 

PREV
112
পহেলগাঁও হামলার তদন্ত

পহেলগাঁও হামলার তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবার সামনে এল হামাস যোগ।

212
পহেলগাঁও জঙ্গি হামলা

এতদিন পহেলগাঁও জঙ্গি হামলায় পাকিস্তানের জঙ্গিরাই যুক্ত ছিল বলে মনে করা হচ্ছিল। মূলত লস্কর-ই-তৈবার যোগ পাওয়া গিয়েছিল

412
পহেলগাঁও হামলা আলাদা

পর্যন্ত ভারতে যতবার জঙ্গি হামলা হয়েছে তার সঙ্গে কোনও মিল নেই পহেলগাঁওয়ের। এতদিন পর্যন্ত ভারতীয়দের হত্যা করে আতঙ্কের পরিবেশ তৈরি করত জঙ্গিরা।

512
পহেলগাঁওয়ে ধর্মের ভিত্তিতে হত্যা

পহেলগাঁওতে ধর্মের ভিত্তিতে হত্যা করা হয়েছে। নাম ধর্ম জেনে তারপরই গুলি করা হয়েছিল।

612
সেই কারণেই হামাস তত্ত্ব

গোয়েন্দাদের অনুমান, জঙ্গিদের লস্কর -ই -তৈবা যেমন প্রশিক্ষিণ দিয়েছিল তেমনই হামাস জঙ্গিরাও তাদের প্রশিক্ষণ আর টিপস দিয়েছিল।

712
সূত্রের খবর

মিডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের একটি দল সম্প্রতি বাহাওয়ালপুরে জইশ-ই-মুহাম্মদের সদর দপ্তর পরিদর্শন করেছে। দলটি পাকিস্তান সেনাবাহিনীর একটি ঘাঁটিও পরিদর্শন করেছে।

812
রাজস্থানের কাছেই হামাস দল

হামাস দল যে এলাকা পরিদর্শন করেছে সেখানে বাহাওয়ালপুর কর্পস অবস্থিত, রাজস্থানের খুব কাছেই। লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মুহাম্মদের শীর্ষস্থানীয় ক্যাডাররা উপস্থিত ছিলেন।

912
পাক অধিকৃত কাশ্মীরে

গোয়েন্দা সূত্রের খবর, ফেব্রুয়ারিতে, হামাসের জ্যেষ্ঠ নেতারা পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালাকোটে একটি জনসভায় উপস্থিত ছিলেন।

1012
হামাসের বক্তব্য

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হামাসের শীর্ষ মুখপাত্র খালিদ কা্দ্দৌমি। তিনি প্যালেস্টইনের লড়াই আর কশ্মীরের লড়াইকে এক করে দিয়েছেন।

1112
অনুমান জোরদার

আর সেইকারণেই পহেলগাঁও হামলায় হামাস জঙ্গির কোনও না কোনও ভাবে যুক্ত রয়েছে বলেও অনেকে মনে করছে।

1212
পাক-হামাস সম্পর্ক

সূত্রের খবর, ইজরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ইজরায়েল ১৫ জন প্যালেস্টাইনবাসীকে মুক্তি দিচ্ছে। হামাসের অনুরোধে তাদের আশ্রয় দিতে সম্মত পাকিস্তান।

click me!

Recommended Stories